Advertisment

ডাক্তারদের হয়ে পথে মমতার ভাইপো, অস্বস্তি আরও বাড়ল তৃণমূলের

মেয়র ববি হাকিমের মেয়ে আগেই বার্তা দিয়েছিলেন ডাক্তারদের পক্ষে থাকার। এবার পোস্টার হাতে পথে নামলেন মুখ্যমন্ত্রীর ভাইপো।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতিবাদে পথে নামলেন মুখ্যমন্ত্রীর ভাইপো

ডাক্তার নিগ্রহ প্রসঙ্গে ফের একবার 'ঘর ভাঙল' তৃণমূলের। এবার ডাক্তারদের নিরাপত্তার দাবিতে পোস্টার হাতে পথে নামলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো।

Advertisment

কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের ছোট মেয়ে শাব্বা হাকিম বৃহস্পতিবারই ফেসবুকে পোস্ট করে আন্দোলনরত জাক্তারদের প্রতি সংহতি জানিয়েছিলেন। যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজের প্রাক্তন পড়ুয়া শাব্বা নিজেকে তৃণমূলের সমর্থক বলে পরিচয় দিয়ে লিখেছিলেন, এই ঘটনায় দলীয় নেতৃত্বের নিষ্ক্রিয়তার তিনি লজ্জিত। মেয়র-কন্যার ওই পোস্ট ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার সেই পথে হাঁটলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের এক সদস্য।

আরও পড়ুন: এনআরএসকাণ্ডে তৃণমূলের জন্য ‘লজ্জিত’ ববি কন্যা



মুখ্যমন্ত্রী এক ভাইয়ের ছেলে আবেশ বন্দ্যোপাধ্যায়ও যাদবপুরের কেপিসি কলেজের পড়ুয়া। তিনি ওই বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রনেতাও বটে। এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডাক্তার নিগ্রহের ঘটনায় যে বিক্ষোভ শুরু হয়েছে, তার আঁচ এসে পড়েছে কেপিসি কলেজেও। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারাও দফায় দফায় মিছিল করে আন্দোলনকারীদের প্রতি তাঁদের সংহতি জানিয়েছেন। সেই সব কর্মসূচির পুরোভাগে রয়েছেন আবেশ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ভাইপোর ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও আবেশ নিজে কোনও পোস্ট করেন নি।

প্রসঙ্গত, তৃণমূলের সাংসদ তথা চিকিৎসক নেতা শান্তুনু সেনের স্ত্রী কাকলি সেনও ডাক্তার নিগ্রহ ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন। ফলে, ডাক্তার নিগ্রহের ঘটনায় তৃণমূলের ঘর ভাঙার কার্যত বিরাম নেই।

Mamata Banerjee NRS tmc
Advertisment