Advertisment

কালিয়াগঞ্জে উর্দিধারীদের বেধড়ক মারধর! পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন খোদ মুখ্যমন্ত্রী মমতার

রাজ্য পুলিশের ডিজি-কে মুখ্যমন্ত্রী নবান্নের প্রশানিক বৈঠকে ভর্ৎসনা করেছেন বলে সূত্রের খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjees order arrest immediately those who beat police in kaliagunj , কালিয়াগঞ্জে উর্দিধারীদের বেধড়ক মারধর! পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন খোদ মুখ্যমন্ত্রী মমতার

কী বললেন মুখ্যমন্ত্রী?

কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ-খুন এবং পুলিশকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তবে মঙ্গলবারের ওই ঘটনায় পুলিশেরই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ জন্য রাজ্য পুলিশের ডিজি-কে মুখ্যমন্ত্রী নবান্নের প্রশানিক বৈঠকে ভর্ৎসনা করেছেন বলে সূত্রের খবর।

Advertisment

বুধবার নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব সহ সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, এই বৈঠকেই কালিয়াগঞ্জ ইস্যুতে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। কালিয়াগঞ্জে নাবালিকার দেহ উদ্ধারের সময়ে পুলিশের ভূমিকার নিন্দা করেন তিনি। একইসঙ্গে তাঁর প্রশ্ন, কেন সক্রিয় ছিল না পুলিশ? গন্ডগোলের খবর আগাম কেন পেল না গোয়েন্দারা? কেন পুলিশ সক্রিয় ছিল না? কেন ঘটল এমন ঘটনা?

পাশাপাশি, কালিয়াগঞ্জে পুলিশের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর তিনি বৈঠকে বলেন, থানা জ্বালিয়ে দেওয়ার সাহস কোথা থেকে পাচ্ছে? কোনওভাবেই এসব বরদাস্ত করা হবে না। এর পিছনে কাদের ইন্ধন রয়েছে তা ডিজি-কে খবর নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দোষীদের দ্রুত গ্রেফতার করতে বলেছেন তিনি। ন। সরকারি সম্পত্তিতে অগ্নি সংযোজকারীদের বিরুদ্ধে আইনে অনুযায়ী মামলা করতেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

সংশোধিত আইন মোতাবেক সরকারি সম্পত্তি যারা নষ্ট করবে, তাদের কাছ থেকেই সেই পরিমাণ অর্থ ক্ষতিপূরণ আদায় করা হবে।

মঙ্গলবার দুপুরে উত্তাল হয়েছিল কালিয়াগঞ্জ। নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে থানায় হামলা চালায় বিক্ষোভকারীরা। আগুন ধরিয়ে দেওয়া হয়। তার আগে থানায় ঢুকে পুলিশকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। পুলিশ খাটের তলায় লুকিয়ে থাকতে দেখা যায় ভাইরাল ভিডিওতে। খাটের নীচ থেকে বের করে তাদের লাঠি পেটাও নজরে আসে। এই ঘটনায় দুই সিভিক ভলান্টিয়ার গুরুতর জখম।

Mamata Banerjee North Dinajpur Mamata Government
Advertisment