Advertisment

Rahul Gandhi: রাহুল গান্ধীর গাড়ির কাচ ভাঙচুর! কোথায় ঘটেছে? মুখ খুললেন মমতা

Mamata Banerjee: দুর্ঘটনার পরই অধীর বলেছিলেন, 'আপনারাই বুঝে নিন কারা ভাঙতে পারে।' কী বললেন মুখ্যমন্ত্রী?

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjees reaction on rahul gandhi car glass broken incident , রাহুল গান্ধীর গাড়ির কাচ ভাঙা প্রসঙ্গে কী বললেন মমতা ব্যানার্জী

রাহুল গান্ধী ও তাঁর ভাঙা গাড়ি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee's Reaction On Rahul Gandhi's Car Glass Bbroken Incident: বিহার থেকে বাংলায় প্রবেশের পরই মালদায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়ির পিছনের কাচ ভাঙচুরের অভিযোগ করা হয়। যা নিয়ে বহরমপুরের সভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী। ওই ধরণের হামলা তিনি সমর্থন করেন না বলে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, রাহুলের গাড়িতে কাচ ভাঙচুরের ঘটনা বাংলায় ঘটেনি বলেও এদিন স্পষ্ট করে দিয়েছেন তিনি।

Advertisment

এদিন বহরমপুরে মুখ্যমন্ত্রী বলেন, 'হেলিকপ্টারে আসতে আসতে আমি মেসেজ পেলাম। কংগ্রেসের এক নেতা নাকি…, আচ্ছা রাহুলের নামটা বলেই দিই। ও আমার চেয়ে বয়সে ছোট। ওর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে। তারপর আমি খোঁজখবর করলাম। ওটা বাংলায় নয়, বিহারের কাটিহারে হয়েছে। কাচ ভাঙা অবস্থাতেই ওঁরা বাংলায় ঢুকেছেন। বিহারে বিজেপি-নীতীশ এক হয়েছে। ওদের রাগ থাকতেই পারে।'

মমতার সংযোজন, 'আমি এ সব পছন্দ করি না। এ সব করে কী লাভ? আমি ঘটনার নিন্দা করছি। আমাদের এখানে যেন ওকটাও এ ধরণের দুর্ঘটনা না ঘটে। শান্তিপূর্ণভাবে এখানে যেকোনও দল রাজনৈতিক কর্মসূচি করতেই পারে। তাতে আমার কোনও আপত্তি নেই।'

অর্থাৎ একদিকে যেমন এ রাজ্যে বিরোধীদের রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার রয়েছে তা বোধাতে চাইলেন মুখ্যমন্ত্রী, তেমনই এই হামলার দায় কার্যত বিজেপি ও বিহার সরকারের উপর ঠেললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- Mamata Banerjee: জোট রাজনীতিতে কোন পথে তৃণমূল? গনি গড়ে স্পষ্ট ঘোষণা মমতার

বুধবার সকালে কংগ্রেসের‘ভারত জোড়া ন্যায় যাত্রা’ বিহারের কাটিহার থেকে ফের পশ্চিমবঙ্গে প্রবেশ করে। কংগ্রেসের এই কর্মসূচি ঘিরে মালদায় ভিড়় নজরে পড়ে। মালদায় হরিশ্চন্দ্রপুরে রাহুল গান্ধীর গাড়ির পিছনের কাচে একটা ঢিল এসে পড়ে। দেখা যায়, গাড়ির কাচ একেবারে ভেঙে চুরমার। কীভাবে ঘটে ওই ঘটনা। জবাবে ওই গাড়িতে রাহুলের সহযাত্রী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'গাড়িতে বসেছিলাম, কে ঢিল মেরেছে তা তো দেখতে পাইনি। তবে আপনারাই বুঝে নিন কারা ভাঙতে পারে।'

অধীরের মন্তব্য নিয়ে সরগরম হয় রাজ্য রাজনীতি। সরব হয় তৃণমূল। এরপরই ওই ঘটনা বাংলায় ঘটেনি বলে সাফ বলে দেন মুখ্যমন্ত্রী।

tmc bjp CONGRESS rahul gandhi Mamata Banerjee Nitish Kumar Maldah
Advertisment