স্বভাবসিদ্ধ ঢঙেই ফের একবার কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। আবারও বঞ্চনার অভিযোগে সরব মমতা বন্দ্যেপাধ্যায়। "বেশি দিন এই সরকার থাকলে সব ছিনিয়ে নিয়ে চলে যাবে।" সোমবার বানারাহাটে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে গেরুয়া শিবিরকে এভাবেই তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী।
Advertisment
কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আর কী কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
"কেন আবাস, সড়ক যোজনার টাকা দেবে না কেন্দ্র? দিল্লি সব ট্যাক্স নিয়ে চলে যায়। বাংলাকে কিছু দেয় না। শুধু মিথ্যে কথা বলে। বেশিদিন এই সরকার থাকলে সব ছিনিয়ে নিয়ে চলে যাবে। অধিকার আদায়ে দিল্লি যাব। প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছি।"
বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দেয়: মমতা
"বিজেপি প্রতিশ্রুতি রাখে না, আমরা প্রতিশ্রুতি রাখি। এখন প্রধানমন্ত্রী বলছেন বিনামূল্যে রেশন দেব। ভোট মিটে গেলে আর দেবে না। আমরা এখনও বিনামূল্যে রেশন দিচ্ছি। ৫টি বন্ধ চা বাগান খুলবে বলেছিল, কোথায় গেল সেই প্রতিশ্রুতি? বিজেপি কথা দিয়ে কথা রাখে না।"
উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালও একইভাবে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বকেয়া আদায়ে দিল্লি যাবেন বলেও জানিয়েছিলেন তিনি। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি দিল্লি যাচ্ছি। ১৮ থেকে ২০ তারিখের মধ্যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছি। আশা করি প্রধানমন্ত্রী আমাকে সময় দেবেন। আমি প্রধানমন্ত্রীকে বলছি গরিব মানুষের টাকা দাও, নয়তো সরকার ছেড়ে দাও। হয় টাকা দাও না হলে বিদায় নাও। কেন্দ্রের কাছে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাওনা রয়েছে। ওই টাকাটা পেলে বাংলার জন্য অনেক কাজ করতে পারব। আমি কথা কম বলি কাজ করতে ভালোবাসি।”