Advertisment

'এবার ইন্ডিয়ার ব্যানারেই সব লড়াই', মোদী হঠানোর ডাক দিয়ে বার্তা মমতার!

একুশে জুলাইয়ের ভরা মঞ্চে লোকসভা ভোটে লড়াইয়ের কৌশল নির্ধারণ করে দিলেন তৃণমূলনেত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee order tmc program to protest central deprivation will be held on august 6 instead of 5 , আদালতের কড়া ধমকে বড় বিপদের আঁচ! তড়িঘড়ি তৃণমূলের কর্মসূচির দিন বদল খোদ মমতার

একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

একুশের সভা মঞ্চ থেকে বিজেপিকে চরম বার্তা তৃণমূল সুপ্রিমোর। '২৪-র লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে ২৬টি বিরোধী দলের জোট ইন্ডিয়া। একুশের সভামঞ্চ থেকে মমতা বোঝালেন, ইন্ডিয়ার পাশে থেকেই তাঁর দল লড়াই চালিয়ে যাবে। শীঘ্রই জোটের প্রতিনিধিরা হিংসা-বিধ্বস্ত মণিপুরেও যাবেন বলে এদিন জানিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আগামী বছরের লোকসভা ভোটের আগে চরম কিছু ঘটারও আশঙ্কা করছেন তৃণমূলনেত্রী।

Advertisment

আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে এবারের একুশে জুলাইয়ের শহিদ সভায় দলনেত্রীর দিক নির্দেশের অপেক্ষায় ছিলেন কর্মী-সমর্থকরা। এদিন বক্তব্য রাখতে উঠে মমতা বন্দ্যেপাধ্যায় বোঝালেন, এবার থেকে সব লড়াই ইন্ডিয়া জোটের ব্যানারেই তিনি করতে চান। আগামী বছরের লোকসভা নির্বাচনে বিজেপিকে পর্যদুস্ত করতে জোট বেঁধেছে কেন্দ্র বিরোধী ২৬টি রাজনৈতিক দল। বাম, কংগ্রেস, আপ, ডিএমকে, পিডিপি, সপা, এনসিপি-সহ একাধিক দলের সঙ্গেই জোটে রয়েছে তৃণমূলও।

আরও পড়ুন- অভিষেকের ঘোষণায় সায় নেই মমতার! একুশের ভরা সভায় সাফ জানালেন সেকথাই!

সেপ্রসঙ্গ উল্লেখ করেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আজ ভারতবর্ষে যে লড়াই হোক, সেটাই হবে ইন্ডিয়ার ব্যানারে। জিতেগা ইন্ডিয়া, এই ব্যানারে হবে। চেয়ারের কেয়ার করি না। আমাদের কোনও চেয়ার চাই না। পরিস্কার বলছি, আমরা চাই বিজেপি দেশ থেকে রাজনৈতিকভাবে বিদায় নিক। আর বিজেপিকে সহ্য করা যাচ্ছে না। সব সীমা ওরা লঙ্ঘন করে গেছে।'

আরও পড়ুন- ‘বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও হবে’, অভিষেকের হুঁশিয়ারি শুনেই পাল্টা জবাব শুভেন্দুর

আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে পর্যদুস্ত করার ডাক দিয়ে এদিন একুশে জুলাইয়ের সভামঞ্চ থেকে তৃণমূলনেত্রী বলেন, 'ইন্ডিয়া লড়বে। তৃণমূল ঝান্ডা নিয়ে সৈনিকের মতো পাশে থাকবে। আমাদের চাওয়ার কিছু নেই। শুধু চাই, মোদী হারুক, ইন্ডিয়া জিতুক।'

আরও পড়ুন- একুশের সভা শুরুর আগেই ভয়ঙ্কর কাণ্ড! মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যা ঘটে গেল….

এরই পাশাপাশি এদিন আরও একটি মারাত্মক আশঙ্কার কথা শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। ফেক ভিডিও তৈরি করে অশান্ত পরিস্থিতি তৈরির আশঙ্কা করছেন তৃণমূল সুপ্রিমো। এক্ষেত্রে তাঁর নিশানায় বিজেপি। গেরুয়া দলকে বিঁধে এদিন এপ্রসঙ্গে তৃণমূলনেত্রী বলেন, ''আমি সবাইকে বলে দিতে চাই, বিজেপি পরিকল্পনা করছে ফেক ভিডিয়ো করবে, পুলওয়ামার মতো, সিনেমার মতো। সেই ভিডিও করে বাংলাকে অসম্মান করার পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রীর কথা থেকেই এটা স্পষ্ট। তিনি মণিপুর নিয়ে বলতে গিয়ে বাংলার, ছত্তীশগড় নিয়ে বলেছেন। এটা আগে থেকে পরিকল্পিত।'

NDA India modi tmc bjp loksabha election 2024 Mamata Banerjee Shahid Diwas
Advertisment