আগে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন। তবুও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মাঝে মধ্যেই হয়রানির শিকার হতে হয় রোগীর পরিবারকে। গত কয়েকদিনে বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমের বিরুদ্ধে এমনই বেশ কয়েকটি উদাহরণ রয়েছে। যা নিয়েই এ দিন আরও একবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে স্বাস্থ্যসাথী কার্ডে চিকাৎসা পরিষেবা দিতে অস্বীকারকারী বেসরকারি হাসপাতালগুলির লাইসেন্স বাতিল ও আইনি পদক্ষেপেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বুধবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সাংবাদিক বৈঠকে ওঠে স্বাস্থ্যসাথী কার্ড অস্বীকার করার অভইযোগের বিষয়টি। সেখানেই মুখ্যমন্ত্রী বলেছেন, 'যে সমস্ত নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দিচ্ছে, এবার আমরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করব। সাধারণ মানুষ স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছেন, পাবেন। কেউ স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে রাফ অ্যান্ড টাফ হতে হবে। স্বাস্থ্য দফতরকে বলব, অভিযোগ এলে আইনি পথে কড়া পদক্ষেপ করতে হবে।'
অনেকেই ভিন রাজ্যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চিকিৎসা করান। বিভিন্ন রাজ্যের হাসপাতাল এই কার্ডকে মান্যতা দেয় না। ফলে ফাঁপরে পড়েন রোগীরা। যা মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, 'বাইরে না গিয়ে এই রাজ্যেই চিকিৎসা করান। এখানে এখন সমস্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে।'
এ দিন স্বাস্থ্য দফতরে নিয়োগ দ্রুত শেষ করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। হেলথ রিক্রুটমেন্ট কমিটিকে বিশেষ দায়িত্ব নিয়ে ডাক্তার, নার্স, প্যাথোলজিকাল কর্মী নিয়োগের বিষয়টি দেখভাল করতে বলেছেন মমতা।