Advertisment

সাপ্রাইজ ভিজিট মমতার! গেয়ে উঠলেন 'আকাশ ভরা সূর্য তারা'

অবাক সকলে...

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjees visit to jogamaya devi college on saraswati puja 2023, সরস্বতী পুজোর দিন যোগমায়া দেবী কলেজে গেলেন মমতা ব্যানার্জী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ প্রজাতন্ত্র দিবস, সঙ্গে সরস্বতী পুজোও। বেলা বাড়তেই নির্দিষ্ট সময়ে রেড রোডে কুচকাওয়াজে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠান শেষ হতেই মুখ্যমন্ত্রী স্থির করেন ঢুঁ মারবেন বিজের কলেজ যোগমায়া দেবী-তে। এই কলেজেরই প্রক্তনী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন ভাবা তেমন কাজ। রেড রোড থেকে ভবানীপুরের বাড়ি ফেরার পথে হঠাইই তাঁর গাড়ি থামে যোগমায়া দেবী কলেজের সামনে। তখন পুজোয় বাগদেবীর পুজোর ব্যস্ততা। ঠাসা ভিড় কলেজের সামনে। তার মধ্যেই কলেজে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী।

Advertisment

বরাবরই মিশুখে মুখ্যমন্ত্রী। সাধারণের সঙ্গে কথা বলতে ভালবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও তার ব্যতিক্রম হয়নি। সরস্বতী পুজোর আয়োজনে ব্যস্ত পড়ুয়াদের সঙ্গে স্বভাবসিদ্ধভঙ্গিতে কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এতকসময় দেখা যায় পড়ুয়াদের সঙ্গে সমবেত কণ্ঠে তিনি গাইছেন ‘আকাশ ভরা সূর্য তারা’।

বছরের অন্যান্য দিন কড়া হাতে রাজ্য প্রশাসন সামলান মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সবকিছু তাঁর নখদর্পণে। তবে এদিন মুখ্যমন্ত্রী কিংবা প্রশাসনিক প্রধান হিসেবে নয়, প্রাক্তন ছাত্রী হিসেবে নিজের কলেজের বর্তমান পড়ুয়াদের কাছে ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাতের নাগালে অন্য মেজাজে মুখ্যমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বসিত ছাত্র, ছাত্রীরাও।

Mamata Banerjee Saraswati Puja
Advertisment