দেশের গর্ব কুস্তিগিরদের যৌন হয়রানি এবং পুলিশি নির্যাতনের প্রতিবাদে এবার পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির যন্তর-মন্তরে কুস্তিগিরদের হেনস্থার প্রতিবাদে কলকাতার রাজপথে মিছিলে হাঁটলেন মমতা। হাজরা মোড় থেকে রবীন্দ্র সদন পর্যন্ত বাংলার ক্রীড়াবিদ এবং সুশীল নাগরিকদের সঙ্গে মিছিল মুখ্যমন্ত্রীর। হাতে উই ওয়ান্ট জাস্টিস লেখা প্ল্যাকার্ড নিয়ে হাঁটলেন তিনি। আগামিকাল গোষ্ঠ পালের মূর্তির সামনে মোমবাতি জ্বালিয়ে কুস্তিগিরদের সমবেদনা জানানো হবে।
Advertisment
কুস্তি ফেডারেশনের কর্তার বিরুদ্ধে দিল্লিতে কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগে টানা বিক্ষোভ চলছে। দিল্লিতে টানা বিক্ষোভ কুস্তিগিরদের। রেহাই মেলেনি পুলিশি হেনস্থার হাত থেকেও। প্রতিবাদে গতকাল, মঙ্গলবার হরিদ্বারে পদক বিসর্জন দিতে যান কুস্তিগিররা। কুস্তিগিরদের হয়ে বিচার চেয়ে এবার পথে মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়াবিদদের নিয়ে হাজরা মোড় থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলে মমতা। 'We Want Justice'-এর প্ল্যাকার্ড হাতে মিছিলে মমতা।
এই পরিস্থিতিতে কুস্তিগিরদের পাশে থাকার বার্তা দিয়ে গতকালই মমতার বলেছিলেন, "দেশের জন্যেই তো মেডেল জিতেছেন।" তিনি হাজরা থেকে মিছিল করার কথাও জানান। এদিন, কলকাতার রাজপথে কুস্তিগিরদের সমর্থনে প্রতিবাদ মিছিল করেন মুখ্যমন্ত্রী। ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, প্রাক্তন ফুটবলার গৌতম সরকার-সহ একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব এবং বিদ্বজ্জনরা।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, "১৫ দিন ধরে ওঁরা লাগাতার আন্দোলন করে যাচ্ছেন। ওঁদের সুবিচার চাই। ওঁরা দেশের গর্ব, দেশের জন্য বিদেশ থেকে পদক নিয়ে এসেছেন। অলিম্পিক-বিশ্ব চ্যাম্পিয়নশিপে জয়ী হয়ে গর্বিত করেছেন। তাঁদের এইভাবে পুলিশ হেনস্থা করছে। তাঁদের সুবিচার দিচ্ছে না। ওঁরা নিজেদের জেতা পদক বিসর্জন দিতে যাচ্ছিলেন। এটা চলতে পারে না।"