Advertisment

বাংলায় বাঙালি পরিচালকের 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ, নির্দেশ মমতার

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে 'দ্য কেরালা স্টোরি' বিজেপির উদ্দেশ্য প্রণোদিত প্রোরচনা বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata bans The Kerala Story in West Bengal , বাংলার বাঙালি পরিচালকের 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ, নির্দেশ মমতা

'দ্য কেরালা স্টোরি'র সমালোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের সর্বত্র 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করল রাজ্য সরকার। সোমবার বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের তৈরি সিনেমার সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে 'দ্য কেরালা স্টোরি' বিজেপির উদ্দেশ্য প্রণোদিত প্রোরচনা বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই 'দ্য কেরালা স্টোরি'কে এ রাজ্যে নিষিদ্ধের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

নবান্ন সূত্রে খবর, 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করতে মুখ্যসচিবকে বিশেষ নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শান্তি সৌহার্দ্য বজায় রাখতেই এই পদক্ষেপ বলে খবর।

সোমবার নবান্ন সভাঘরে 'দ্য কেরালা স্টোরি' নিয়ে মুখ্যমন্ত্রী বিজেপিকে নিশানা করেন। বলেন, ‘ওরা বিভাজনের রাজনীতি করছে। কেন দ্য কাশ্মীর ফাইলস বানালো ওরা? এক শ্রেণীর মানুষকে কটাক্ষ করার জন্য। এখন কেরালা স্টোরি বানিয়েছে। ওটা সিপিএম-এর রাজ্য। আমি ওদের একেবারেই সমর্থন করি না। ওরা বিজেপি-র সঙ্গে পথ চলে।'

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে উদ্দেশ্য করে মমতা বলেন, 'ওই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি, এটা ভীষণ দুঃখজনক বিষয়। আপনার পার্টি বিজেপির সঙ্গে হাত মেলায় কী ভাবে? ওই বিজেপিই তো কেরালা স্টোরির মতো সিনেমা দেখাচ্ছে। বিকৃত গল্প সব!'

এরপরই বাংলা নিয়ে সিনেমা তৈরির দাবি করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘বিজেপি মনোনীত কিছু তারকা তো বাংলাতেও এসেছিলেন। তাদের টাকা দেয় বিজেপি। তথ্য বিকৃত করে তারা নাকি বেঙ্গল ফাইলস নামের একটি ছবি বানাচ্ছে। আগে তো কাশ্মীরের মানুষদের ঠেস দিয়ে কাশ্মীর ফাইলস বানিয়েছিল। এবার বাংলার মানুষদের তাতাচ্ছে। নিজেদের সুবিধা অনুযায়ী গল্প বলছে ওরা।’

বাংলার মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘এবার বাংলাকে অপমান করার চেষ্টা করছে। ওরা বলছে, সেভ বেঙ্গল। কেন? শান্তিপ্রিয় একটা রাজ্য বাংলা। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে কেন? এখানে মানুষ পুজোও করে, ঈদ উদযাপনও করে। গুরুদ্বারও আছে, গির্জাও আছে। আমরা একসঙ্গে পথ চলতে পছন্দ করি।’

আরও পড়ুন- কাশ্মীর-কেরালার পর এবার ‘বেঙ্গল ফাইলস’ বিজেপির? বড় দাবি মমতার

সবিস্তারে আসছে…

The Kerala Story Mamata Banerjee Mamata Government West Bengal
Advertisment