Jagannath Rath Yatra 2023: পুরীর আদলে আগামী বছর বাংলাতেও বিরাট রথযাত্রা, বড় ঘোষণা মমতার

কোথায় হবে এই রথযাত্রী?

কোথায় হবে এই রথযাত্রী?

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Benerjee said that there will be a big Rath Yatra like Puri next year in Digha , পুরীর আদলে আগামী বছর বাংলাতেও বিরাট রথযাত্রা, বড় ঘোষণা মমতার

কলকাতায় ইসকনের রথযাত্রা উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Jagannath Rath Yatra 2023: বাঙালির প্রিয় সৈকত শহরের আকর্ষণ আরও বাড়াতে পুরীর মতই বড় জগন্নাথ ধাম তৈরি হচ্ছে দিঘায়। রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলেপাথরে ২০ একর জমির উপর হিডকো জগন্নাথ মন্দিরটি তৈরি করছে। এর উদ্বোধন কবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে, মঙ্গলবার কলকাতায় ইসকনের ৫২তম রথযাত্রার সূচনা করে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন যে, 'জগন্নাথদেব অনুমতি দিলে আগামী বছর দিঘাতে রথযাত্রা হতে পারে।'

Advertisment

এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'পুরীর দৈত্যাপতি আমাকে ফোন করেছিলেন। বললেন যে উনি রথে চড়ছেন। আমাদের মঙ্গলকামনায় পুজো দেওয়ার কথা জানিয়েছেন উনি। আমি বলললাম, যদি জগন্নাথদেব পারমিশন দেন তবে আগামী রথযাত্রা দিঘাতে যে আমরা বিরাট মন্দির তৈরি করছ সেখানেই হতে পারে।'

নিউ দিঘা স্টেশনের কাছে ভগীব্রহ্মপুর মৌজার উপর তৈরি করা হচ্ছে জগ্ন্নাথদেবের মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা হচ্ছে এই মন্দির। উচ্চতাও হচ্ছে পুরীর মন্দিরের সমান। প্রায় ৬৫ মিটার। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই মন্দিরের নকশা তৈরি হয়। মন্দিরের কাজও অনেকটা এগিয়েছে। হিডকোর তদারকিতে শুরু হয়েছে মন্দিরের। রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলেপাথরে ২০ একর জমির উপর হিডকো এই মন্দিরটি তৈরি করছে। সূত্রের খবর, আগামী বছরের বড়দিন আসার আগেই দিঘার এই জগন্নাথ মন্দির পর্যটকদের জন্য খুলে দেওয়া হতে পারে।

Advertisment

আরও পড়ুন- Jagannath Rath Yatra 2023: রথে চড়ে মাসির বাড়ি যাবেন প্রভু জগন্নাথ, কে এই মাসি? জানুন তাঁর মাহাত্ম্য

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেস (ইসকন) আয়োজিত এ বছরের রথযাত্রার থিম মানসিক শান্তি। সম্প্রতি করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনাতেই এই উদ্যোগ ইসকন কর্তৃপক্ষের। মুখ্যমন্ত্রীও তাঁর উদ্বোধনী ভাষণে করমণ্ডলের মৃতদের আত্মার শান্তি প্রার্থনা করেছেন।

মঙ্গলবার অ্যালবার্ট রোড মন্দিরে ডোনা গঙ্গোপাধ্যায়ের ডান্স ট্রুপ দীক্ষামঞ্জুরী ওড়িশি নৃত্য পরিবেশনের মাধ্যমে রথযাত্রা উদ্বোধনের সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। যা চলে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। তারপর দুপুর দেড়টা নাগাদ মুখ্যমন্ত্রী রথের রশিতে টান দেন। ছিলেন তৃণমূলের দুই সাংসদ মিমি ও নুসরত সহ বহু বিশিষ্ট জন।

Rath yatra Digha Puri Rath Yatra 2023 Jagannath Dev Mamata Banerjee