ইডি হেফাজতে পার্থ-অর্পিতা। তল্লাশি চলছে নানা জায়গায়। ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়া বাড়ি সহ একাধিক ফ্ল্যাটে অভিযানে ইডির গোয়েন্দারা। বাংলার শিল্পমন্ত্রী যখন জেলে তখন এসবের মাঝেই শিল্পমঞ্চে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। সাফ জানালেন, তাঁর কালীঘাটের পাড়াতেও রেইকি হয়েছে।
Advertisment
বুধবার টিটাগড় ওয়াগনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে হিন্দমোটরের মঞ্চে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেখানেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকর অতিসক্রিয়তা, কেন্দ্রীয় এজেন্সিন্সিগুলিকে মোদী সরকারের উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহারের অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisment
মুখ খোলেন ২২ জুলাই শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির হানা নিয়েও। তৃণমূলের ২১ জুলায়েই সমাবেশের পর কেন মধ্যরাতকেই তল্লাশির জন্য বেছে নেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। একদিনের তল্লাশিতেই কীভাবে ২১ কোটির বেশি এক জায়গা থেকে উদ্ধার হল তা নিয়েই সন্দিহান রাজ্যের মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর দাবি, 'কেউ ভুল করলে আইনে প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে অ্যাকশন হবে, শাস্তি হবে। কিন্তু এখন মিডিয়া ট্রায়াল চলছে। আপনাকে চোর বানিয়ে দেওয়া হচ্ছে। প্রধান বিচারপতি সঠিকভাবেই বলেছেন যে মিডিয়া ক্যাঙ্গারুর রোল প্লে করছে।'
এরপরই বিস্ফোরকদাবি করেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, 'ববি বলছিল সকাল থেকে আমার পাড়ায় সব ঘুরে বেড়াচ্ছে, আর সবাইকে জিজ্ঞেস করছে আমার বাড়ি কোনটা। আরে আমার বাড়ি তো সবাই চেনে আয় না।' তবে, কে বা কারা তাঁর পাড়ায় ঘুরছেন, সকলকে তাঁর বাড়ি কোনটা জিজ্ঞেস করছেন তা স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী।