Advertisment

'আইনশৃঙ্খলার পতন দেখে হতবাক', গ্যাংস্টার-খুনে যোগী সরকারকে ধুয়ে দিলেন মমতা

উত্তরপ্রদেশে পুলিশি ঘেরাটোপে গ্যাংস্টার আতিক আহমেদের খুন নিয়ে সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়ও।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata criticized up govt regarding gangster murder

মমতা বন্দ্যোপাধ্যাযের নিশানায় যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন সরকার।

উত্তর প্রদেশে পুলিশি ঘেরাটোপে থেকেও গ্যাংস্টার আতিক আহমেদ ও তার ভাইকে নৃশংস হত্যা নিয়ে এবার সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটে যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন উত্তর প্রদেশের বিজেপি সরকারকে তুলোধনা মুখ্যমন্ত্রীর। যোগীরাজ্যে আইনশৃঙ্খলার পরিস্থিতি পুরোপুরিভাবে ভেঙে পড়েছে বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

টুইটে মুখ্যমন্ত্রী এদিন লিখেছেন, 'উত্তরপ্রদেশের নির্লজ্জ নৈরাজ্য এবং আইনশৃঙ্খলার সম্পূর্ণ পতন দেখে আমি হতবাক। এটা লজ্জাজনক, যে পুলিশ ও মিডিয়ার উপস্থিতিতেও অপরাধীরা এখন আইন নিজের হাতে তুলে নিচ্ছে। আমাদের সাংবিধানিক গণতন্ত্রে এ ধরনের বেআইনি কাজের কোনও স্থান নেই।'

উল্লেখ্য, উত্তর প্রদেশের প্রয়াগরাজে মেডিক্যাল চেকআপে নিয়ে যাওয়ার পথেই গ্যাংস্টার আতিককে গুলি করে মারে দুষ্কৃতীরা। তার ভাই আশরফ আহমেদও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদের ছেলে আসাদও এনকাউন্টারে নিহত হয়েছিল।

আরও পড়ুন- প্রখর দাবদাহের মাঝেই হঠাৎ টর্নেডো, ভিডিও দেখলে আঁতকে উঠবেন!

এদিকে, খাস পুলিশি ঘেরাটোপে থেকেও এভাবে আতিকের খুন হয়ে যাওয়া নিয়ে উত্তর প্রদেশের বিজেপি সরকারের সমালোচনায় সরব সব মহল। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বসপা সুপ্রিমো মায়াবতী রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির দায় নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করেছেন। নতুন করে অশান্তির আশঙ্কায় উত্তরপ্রদেশ জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রয়াগরাজ জেলায়, যেখানে হত্যাকাণ্ডটি ঘটেছে এবং আশেপাশের এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন- এবার কুণালের মুখেই রাষ্ট্রপতি শাসন জারির কথা! টুইট ঘিরে হূলস্থূল!

bjp tmc Mamata Banerjee yogi adityanath uttar pradesh
Advertisment