Advertisment

ইস্যু যখন 'ইন্ডিয়া' জোট: মোদীর 'পছন্দের কথা' শোনালেন মমতা!

প্রধানমন্ত্রীর বিরোধী জোট প্রসঙ্গে মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল সুপ্রিমোর।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata criticizes modi regarding his statement about india allaince

মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী।

লক্ষ্য '২৪-এর লোকসভা নির্বাচন। আগামী বছরের লোকসভা ভোটে বিজেপিকে কুপোকাত করতে চেষ্টায় খামতি রাখছে না বিরোধীরা। 'ইন্ডিয়া' জোট গড়ে লোকসভার লড়াইয়ে এনডিএ-কে নাস্তানাবুদ করতে চেষ্টা তুঙ্গে বিরোধী কংগ্রেস, তৃণমূল, বাম, ডিএমকে-সহ ২৬ দলের ইন্ডিয়া জোটের।

Advertisment

তবে বিরোধী জোটের ইন্ডিয়া নামে ঘোরতর কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। বিরোধী জোটের সঙ্গে জঙ্গি গোষ্ঠীরও তুলনা টেনেছেন মোদী। এবার সেই প্রসঙ্গেই প্রধানমন্ত্রীকে সটান জবাব গেরুয়া বিরোধী জোটের অন্যতম প্রধান কারিগর মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন- যুগান্তকারী নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, ফের মুখ পুড়ল শিক্ষা দফতরের!

মঙ্গলবার রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজভবন থেকে বেরিযে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই মোদীর ইন্ডিয়া জোটকে কটাক্ষ করা ইস্যুতে মুখ খোলেন তৃণমূল সুপ্রিমো। ইন্ডিয়া জোটের নাম নিয়ে প্রধানমন্ত্রীর 'বাঁকা' মন্তব্য প্রসঙ্গে এদিন পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, 'প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় ইন্ডিয়া নামটা ওঁর পছন্দ হয়েছে। উনি মন থেকেই গ্রহণ করেছেন। জনসাধারণও এই নাম গ্রহণ করেছেন। সাংবাদিকরা প্রশ্ন করলে কিছু তো বলতে হবে, তাই বলেছেন। ইন্ডিয়া টিম যখন খেলতে নামে তখন কি কেউ মুজাহিদিন বলে? দেশটার নামই তো ইন্ডিয়া। আমাদের মাতৃভূমি ইন্ডিয়া। যত এই নাম নিয়ে যত বাজে কথা বলবে তত মনে হবে এই নাম ওদের পছন্দ হয়েছে।'

আরও পড়ুন- ‘দুধ চা খেয়েছি, বিস্কুট খাইনি’, রাজভবনে থেকে বেরিয়ে বললেন মমতা!

মঙ্গলবার বিকেলে রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী। আধ ঘন্টারও বেশি সময় তিনি বৈঠক সেরেছেন রাজ্যপালের সঙ্গে। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার ও শাসকদলের সঙ্গে রাজ্যপালের একাধিক ইস্যুতে মতপার্থক্য দেখা দিয়েছিল।

তোপ, পাল্টা তোপে পরিস্থিতি চরম আকার নিয়েছিল। তাই পঞ্চায়েত ভোট মিটতেই মমতা-আনন্দ বোসের এই সাক্ষাৎ ঘিরে জোর চর্চা চলে। তবে রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন বিধানসভার কিছু কাজের জন্যই রাজ্যপালের সঙ্গে দেখা করতে তিনি এসেছিলেন। এরই পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইন্ডিয়া জোটের নাম নিয়ে মোদীর কটাক্ষের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তিনি।

West Bengal NDA India modi loksabha election 2024 Mamata Banerjee kolkata
Advertisment