পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নবান্ন থেকে হরিশ চ্যাটার্জী স্ট্রিট পর্যন্ত রাস্তায় স্কুটি চালাতেও দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। গত একুশে জুলাইয়ের মঞ্চে মুড়ির ধামা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর অতিসক্রিয়তার প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিল গ্যাসের সিলিন্ডারও। আর এবারের কেন্দ্র বিরোধী তৃণমূলের ধরনামঞ্চে নজর কাড়ল 'বিজেপি ওয়াশিং মেশিন।'
বিজেপি যেন ওয়াশিং মেশিন। গেরুয়া দলে যোগ দিলেই নাকি কলঙ্কমুক্ত হয়ে যাচ্ছেন দুর্নীতিগ্রস্তরা। থমকে যাচ্ছে তাঁদের বিরুদ্ধে যাবতীয় তদন্ত। মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চে সেটাই সাধারণ নাগরিকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করা হল। বুধবার মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চে দেখা গেল ‘বিজেপি ওয়াশিং মেশিন’। যাতে কালো কাপড় দিলেই নাকি নিমেষে সাদা হয়ে হয়ে বেরচ্ছে। এমনকী নিজের হাতে কালো কাপড় মেশিনে দিয়ে সাদা করে নজর কাড়লেন খোদ মমতা।
শদিন মিনার চত্বরে এদিন কেন্দ্র বিরোধী তৃণমূলের ধরনা মঞ্চে একটি ওয়াশিং মেশিনের কাট-আউট আনা হয়। যার উপরে লেখা ছিল বিজেপি ওয়াশিং মেশিন। তারপর নিজে মুখ্যমন্ত্রী দেখালেন এই বিজেপি ওয়াশিং মেশিনে কালো কাপড় দিলেই সেটা কীভাবে সাদা কাপড়ে পরিণত হচ্ছে। সঙ্গে মঞ্চে উপস্থিত তৃণমূলের অন্য নেতারা গান গাইলেন, 'ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, কালোকে করে সাদা, এটাই এর ফায়দা।' অর্থাৎ বিজেপি দুর্নীতিগ্রস্ত, নীতিহীন নেতাদের জন্য পদ্ম শিবির ওয়াশিং মেশিনের মতো কাজ করছে। ঘুরিয়ে সেটাই সকলকে বোধানোর চেষ্টা করলেন তৃণণূল সুপ্রিমো।