এবার ১০০ দিনের কাজে কেন্দ্রীয় বকেয়া নিয়ে মাঠে-ময়দানে সোচ্চার হতে দলের কর্মীদের নির্দেশ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে এবার জেলায়-জেলায় তৃণমূল সোচ্চার হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরে দলের জেলা নেতৃত্বকে এবার ব্লকে-ব্লকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সোচ্চার হওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত ভোটের মুখে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আরও বেশি করে সোচ্চার হতে দলের কর্মীদের নির্দেশ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১০০ দিনের কাজে কেন্দ্রীয় সরকার রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করেছে। যার জেরে গ্রামবাংলায় ১০০ দিনের কাজ কার্যত বন্ধ। গ্রামবাংলার বহু মানুষ যারা ১০০ দিনের কাজে যুক্ত ছিলেন তাঁদের দিয়ে বিভিন্ন দফতরের মাধ্যমে কাজ দেওয়ার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই এব্যাপারে নিজে থেকে উদ্যোগী হয়েছিলেন।
আরও পড়ুন- আটকানোর চক্করে বার-বার লকেট, হনুমান জয়ন্তীতেও একই কাণ্ড হুগলিতে
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ১০০ দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুটিকেই আরও বেশি করে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চায় তৃণমূল। শুধু ১০০ দিনের কাজেই নয়, রাজ্যের অভিযোগ অন্যান্য একাধিক খাতে টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রের মোদী সরকার। যা নিয়ে দিল্লিতে এর আগেও সরব হতে দেখা গিয়েছে তৃণমূলের সাংসদদের। তৃণমূল সূত্রে খবর, রমজান মাস মিটলে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের এক দফায় সরব হবে তৃণমূল।