এগরায় খাদিকুল গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ১১ দিন পর খাদিকুল গ্রামে মুখ্যমন্ত্রী। বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে মৃতদের পরিবারের একজনকে দেওয়া হল হোমগার্ডের চাকরি। আহতদেরও ক্ষমিতপূরণের চেক দেওয়া হয়েছে সরকারের তরফে।
এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ প্রাণ কেড়েছে ১১ জনের। বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক জলঘোলা কম হয়নি। এতদিন মুখ্যমন্ত্রী নিজে এই গ্রামে ঢোকেননি। শনিবার হেলিকপ্টারে চড়ে খাদিকুল গ্রামে পৌঁছোন মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তিনি। একইসঙ্গে তাঁদের হাতে তুলে দিয়েছেন ক্ষতিপূরণের চেক।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, ”রাজনীতি করতে এগরায় আসিনি। মানবিক কারণেই এসেছি। অবৈধ বাজি কারখানায় অনেক গরিব মানুষ কাজ করেন। এবার সরকারি উদ্যোগে বাজি কারখানার ক্লাস্টার তৈরি হবে। এগরার ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে।” এগরার বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়িতে বিরক্ত মুখ্যমন্ত্রী। তিনি এদিন বলেন, ”অনেকে অনেক রাজনৈতিক জলঘোলা করেছেন। যাঁরা মারা গিয়েছেন সেই পরিবারগুলিকে আজ আড়াই লক্ষ টাকা করে চেক দেওয়া হবে। পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি।”
আরও পড়ুন- ‘উনি ফাঁসির মঞ্চে যাবেন বলেছেন, রক্ষাকবচের দরকার নেই’, অভিষেককে বিঁধলেন সুকান্ত
আগামিকাল থেকেই বিস্ফোরণে নিহতদের পরিবারের একজন হোমগার্ডের চাকরিতে যোগ দিতে পারবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এমনকী বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের পরিবারের ছোটদের লেখাপড়ার দিকটিও প্রশাসন দেখবে বলে আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।