'এত শান্তির মধ্যে মনোনয়ন জীবনে কোনওদিনও হয়নি', পাটনা যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে এদিন ফের একবার মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি। 'যত এরা অ্যাগ্রেসিভ হচ্ছে রাজনৈতিকভাবে না পেরে বিভিন্ন এজেন্সিকে দিয়ে যা ইচ্ছে তাই করে যাচ্ছে', এদিন নাম না করে এভাবেই গেরুয়া দলকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে কার্যত রক্তস্নান দেখেছে বাংলা। শুধু মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে একের পর খুন, হামলা, বোমাবাজি, গুলি, সংঘর্ষে উত্তাল হয়েছে রাজ্যের একাধিক জেলা। ক্রমাগত এই হিংসা বেড়েই চলায় পুরো পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেও শেষ রক্ষা হয়নি। পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্দে বহাল রেখেছে শীর্ষ আদালতও।
আরও পড়ুন- কমিশনারে খড়্গহস্ত রাজ্যপাল! ‘সবকিছু এত সহজ নয়’- কড়া বার্তা মমতার
তবে মনোনয়নে অশান্তির তত্ত্ব মানতে নারাজ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, 'এত শান্তির মধ্যে মনোনয়ন জীবনে কোনওদিনও হয়নি। ত্রিপুরার ৯৬ শতাংশ সিটে ইলেকশন হয় না। কনটেস্ট করতে দেওয়া হয় না। ৩ লক্ষ ৩৬ হাজার নমিনেশন হয়েছে। ৭১ হাজার বুথের মাত্র চারটে বুথে গণ্ডগোল হয়েছে। তার মধ্যে একটি বুথে আমাদের দু'জনকে মার্ডার করেছে।
নাম না করে রাজ্যের প্রধান বিরোধী দলকে এদিন তুলোধনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর কথায়, 'ভোটটা দেবে মানুষ। যত এরা অ্যাগ্রেসিভ হচ্ছে রাজনৈতিকভাবে না পেরে বিভিন্ন এজেন্সিকে দিয়ে যা ইচ্ছে তাই করে যাচ্ছে। এর জবাব দেওয়ার জন্য মানুষ তৈরি। আমরা লড়ে নেব এবং জিতে নেব। যেদিন থেকে আমরা জিতে এসেছি সেদিন থেকে একশো দিনের টাকা দেয় না, বাংলার বাড়ির টাকা দেয় না।'