Advertisment

জানুয়ারি থেকেই বাড়ল রাজ্য সরকারি কর্মীদের ডিএ, পাবেন ২ লক্ষের বেশি বেতনপ্রাপ্তরাও

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন বছরেরই সুখবর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন বছরেরই সুখবর। ১ জানুয়ারি থেকে বর্ধিত ৩ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য সরকারি যেসব কর্মচারীর বেতন মাসে ২ লক্ষ্য ১ হাজারের বেশি তারাও বর্ধিত ৩ শতাংশ হারে ডিএ পাবেন।

Advertisment

গত বছরই ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে সেই সময় বর্ধিত হারে ডিএ পাওয়ার উর্ধ্বসীমা ২ লক্ষ টাকা বেতন পর্যন্ত সীমাবন্ধ ছিল। এদিন বিজ্ঞপ্তিতে সেই সীমা তুলে দেওয়া হল।

অতিরিক্ত ডিএ দেওয়া জন্য রাজ্য সরকারের ২ হাজার ২০০ কোটি টাকা বাড়চি খরচ হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২ লক্ষের বেশি বেতনপ্রাপ্তদের এবার বর্ধিত ডিএ-র আওতাধীন হওয়ায় স্বাভাবিক ভাবেই খরচ আরও বাড়বে।

ডিএ নিয়ে দীর্ঘ দিন ধরে রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন কর্মী সংগঠনের টানাপড়েন চলছিল। এমনকি বিষয়টি আদালত পর্যন্তও পৌঁছয়। রাজ্য সরকারী কর্মীদের ডিএ কেন্দেরর সমতুল হওয়া প্রয়োজন বলে জানায় স্যাট। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানিয়েছে রাজ্য সরকার। গতবছর ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়েছে। তারপর এই প্রথম ডিএ বাড়ালো।

উল্লেখ্য, জুলাইয়ের পর কেন্দ্রীয় সরকারের কর্মী এবং পেনশনভোগীদেরও বর্ধিত ৪ শতাংশ হারে ডিএ বেড়ে হবে ২১ শতাংশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee West Bengal
Advertisment