Advertisment

করোনা ক্ষতিপূরণ মামলায় রাজ্যকে ধমক! ‘কেন টাকা দেওয়া হয়নি?’, প্রশ্ন হাইকোর্টের

Calcutta High Court: ডিভিশন বেঞ্চের প্রশ্ন, ‘রাজ্য কি স্বাস্থ্যব্যবস্থা ভেঙে ফেলতে চাইছে? এই অতিমারীর সময় কোনও গাফিলতি বরদাস্ত করব না।’

author-image
IE Bangla Web Desk
New Update
Calcutta High Court has issued an interim stay on the transfer of contractual teachers by Bengal Govt

ফাইল ছবি।

Calcutta High Court: কোভিড ক্ষতিপূরণ মামলায় হাইকোর্টে বেনজির কটাক্ষের মুখে রাজ্য সরকার। প্রথমসারির করোনা যোদ্ধারা কেন এখনও ক্ষতিপূরণ পায়নি? বৃহস্পতিবার শুনানিতে জানতে চায় কলকাতা হাইকোর্ট। এই প্রশ্নের উত্তরে নবান্নের জবাব, ‘ওই ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে।‘ তাতেই আরও চটে যায় হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। তাদের মন্তব্য, ‘দিয়ে দেব।এই কথার কোনও যুক্তি নেই। কেন দেননি এখনও টাকা?’

Advertisment

শুধু এখানেই থামেনি কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের প্রশ্ন, ‘রাজ্য কি স্বাস্থ্যব্যবস্থা ভেঙে ফেলতে চাইছে? এই অতিমারীর সময় কোনও গাফিলতি বরদাস্ত করব না।’ এই প্রসঙ্গে উল্লেখ্য, গত বছর মহামারীর প্রথম পর্যায়ে রাজ্যের তরফে এই ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছিল। নবান্ন ঘোষণা করেছিল, ‘চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, বাসচালক, কন্ডাক্টর-সহ ও প্রথমসারির কোভিডযোদ্ধারা করোনা-আক্রান্ত হলে তাঁকে বা তাঁর পরিবারকে এককালীন এক লক্ষ টাকা দেওয়া হবে।সংক্রমিত হয়ে কারও মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।‘

কিন্তু সেই ঘোষণা মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। সেই মামলার শুনানিতে জোভেরিয়া শাব্বা নামে এক আইনজীবীর সওয়াল, ‘গত বছর সেপ্টেম্বর মাস থেকে উল্লিখিত পরিবারগুলি রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণের জন্য আবেদন করলেও এখনও পর্যন্ত কোনও টাকা পায়নি।‘ সেই শুনানিতে এদিন আদালতের কটাক্ষের মুখে পড়ে রাজ্য সরকার।

সংক্রমিত বা মৃত প্রথমসারির কোভিডযোদ্ধাদের কত পরিবার ক্ষতিপূরণের আবেদন জানিয়েছে? কতজনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে? তার একটি তালিকা আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১২ অগস্ট।

এদিকে, গত জুনে কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে কেন্দ্রকে গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২০০৫ বিপর্যয় মোকাবিলা আইনে করোনায় মৃতদের পরিবারগুলিকে চার লক্ষ টাকা  ক্ষতিপূরণ দিতে কেন্দ্র ও রাজ্যগুলিকে নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। এই আর্জির ভিত্তিতে শীর্ষ আদালতে কেন্দ্র জানিয়েছিল, করোনায় সব মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। কারণ এটা শুধুমাত্র জাতীয় বিপর্যয়ের মধ্যে পড়ে। 

ভাইরাসে ৩.৮৫ লক্ষের বেশি মানুষ ইতিমধ্যেই মারা গিয়েছেন। লকডাউনের কারণে এমনিতেই রাজ্যগুলি তীব্র আর্থিক সংকটের মুখে। যদিও মোদী সরকারের এই যুক্তি ধোপে টেকেনি শীর্ষ আদালতে। সুপ্রিম করত অবস্থান স্পষ্ট করে জানিয়েছিল,করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতেই হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Government Frontline Workers Calcutta High Court
Advertisment