কাঁপছে মধ্যপ্রাচ্য। অহরহ পড়ছে বোমা। যুদ্ধে পদদলিত মানবতা। প্রতিদিন প্রাণ যাচ্ছে হাজার হাজার মানুষের। প্যালেস্তাইন-ইজরায়েল যুদ্ধে বেকায়দায় ভারতীয়রা। ইজরায়েল থেকে ফেরার অপেক্ষায় কয়েক হাজার ভারতীয়। ইতিমধ্যেই যুদ্ধবিধ্বস্ত ভারতীয়দের ফেরাতে অপরেশন 'অজয়' চালু করেছে মোদী সরকার। এবার পশ্চিমবঙ্গবাসীকে ফেরাতে বিরাট ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী।
শুক্রবার এক্স হ্যান্ডলারে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের উদ্যোগের কথা তুলে ধরেছেন। ইজরায়েল ফেরত এ রাজ্যের মানুষ দিল্লিতে পৌঁছলে তাঁদের বিনামূল্যে বাংলায় ফেরানো হবে। এ জন্য দিল্লি ও কলকাতায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানকার নম্বরও শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী।
এক্স হ্যান্ডলারে মমতা লিখেছেন, 'ভারতীয়/বাঙালিরা যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েল ছাড়ছেন। আমি আমার মুখ্য সচিব এবং দিল্লির আবাসিক কমিশনারকে আমাদের দুস্থ প্রত্যাবর্তনকারীদের জন্য বিনামূল্যে সমস্ত সম্ভাব্য সরকারি সহায়তা প্রসারিত করতে বলেছি। ৫৩ জন বঙ্গীয় বংশোদ্ভূত প্রত্যাবর্তনকারী ইতিমধ্যেই আজ সকালে দিল্লি পৌঁছেছেন এবং রাজ্য সরকার নিজস্ব খরচে তাঁদের বাংলায় ফেরাতে রেলের টিকিটের ব্যবস্থা করছে। দিল্লিতে বঙ্গভবনে বিনামূল্যে থাকার ব্যবস্থা এবং বিনামূল্যে স্থানীয় পরিবহন করেছে রাজ্য সরকার। দিল্লি এবং কলকাতায় ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, দিল্লি এবং কলকাতা বিমানবন্দরে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। আমরা আপনার সেবায় আছি এবং আমাদের কন্ট্রোল রুমগুলিতে সমস্ত সাহায্যের জন্য নিম্নলিখিত নম্বরগুলিতে কল করুন:
বঙ্গভবন, দিল্লিতে আবাসিক কমিশনারের অফিসে কন্ট্রোল রুম - 011-2371-0362 / 011-2372-1991
নবান্নে কন্ট্রোল রুম - 033- 2214-3526'
শুক্রবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছল অপারেশন অজয়-এর প্রথম চার্টার্ড বিমান। প্রথম লটে যুদ্ধ বিধ্বংস্ত ইজরায়েল থেকে ২১২ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরানো হয়েছে। এর মধ্য়ে রয়েছে এক শিশু ও ২১১ জন প্রাপ্ত বয়স্ক নাগরিক। প্রত্যককে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ১৪ মিনিটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দ থেকে নয়া দিল্লির দিকে যাত্রা করেছিল বিমানটি।
বৃহস্পতিবার রাতে তেল আবিব থেকে ভারতীয় নাগরিকদের নিয়ে বিমানটি নয়া দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় বিমান যাত্রীদের ছবি পোস্ট করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ক্যাপশনে লিখেছেন, "অপারেশন অজয় চলছে। নয়া দিল্লির পথে রওনা দিলেন বিমানে থাকা ২১২ জন ভারতীয় নাগরিক।"