Advertisment

বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ, পুর-দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চে নবান্ন

শুরুতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata govt files case in division bench to challenging cbi inquiry order in municipal recruitment corruption case , বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ, পুর-দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চে নবান্ন

চরম অস্বস্তির জের?

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে মঙ্গলবার কলকাতা ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা বলে আদালত সূত্রে খবর।

Advertisment

হুগলির প্রোমোটার অয়ন শীলের বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়ে পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক তথ্য সামনে এসেছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র দাবি ছিল, শিক্ষক নিয়োগের পাশাপাশি রাজ্যের বিভিন্ন পুরসভায় একাধিক পদে নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। এই মর্মে তদন্ত করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমন্ট ডিরেক্টরেট।

আরও পড়ুন- মমতার ‘ডিপ্লোমা ডাক্তার’ প্রস্তাবে সায় নেই সরকারি বিশেষজ্ঞ কমিটির

এই আবেদনের প্রেক্ষিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে সিবিআই। এই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে মামলাটি পাঠানো হয় কলকাতা হাইকোর্টে। এর মধ্যেই অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে মামলার বেঞ্চ পরিবর্তিত হয়। মামলাটি ওঠে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। গত সোমবার মামলার দীর্ঘ শুনানি হয়। এরপর সিবিআই তদন্তের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আর বাড়ায়নি হাইকোর্ট। শুক্রবার এই মামলার প্রেক্ষিতে বিচারপতি সিনহা স্পষ্ট জানান, সিবিআই তদন্তের নির্দেশ বহাল থাকছে।

ফলে অস্বস্তি বাড়ে রাজ্য সরকারের। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করল রাজ্য সরকার।

আরও পড়ুন- ‘কেন্দ্রের বিরুদ্ধে লড়াই জারি থাকবে’, মধ্যরাতে মমতার ফেসবুক পোস্টে শোরগোল

Mamata Government Calcutta High Court
Advertisment