বেলা বাড়তেই পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার সস্ত্রীক ঠাকুরনগরে যাচ্ছিলেন রাজ্যপাল। বারুণী মেলায় যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু, মাঝপথে গাড়িতেই অসুস্থ বোধ করেন তিনি। ফলে আর ঠাকুরনগরে যাওয়া হয়নি তাঁর। রাজভবনে ফিরে আসেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
এখনও পর্যন্ত পাওয়া খবর, রাজভবনেই বেসরকারি হাসপাতালের এক চিকিৎসক এসে রাজ্যপালকে দেখে গিয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল। জানা গিয়েছে যে, জগদীপ ধনকড়ের বদহজমের সমস্যা হয়েছে। বেশ কয়েকবার বমিও হয়েছে। হাড়িতেই বমি হয় তাঁর। এরপরই এয়ারপোর্ট হলদিরাম থেকে গাড়ি ফের রাজভনে চলে আসে।
আপাতত অসুস্থ রাজ্যপালকে হাসপাতালে নিয়ে যাওয়ার যাওয়ার প্রয়োজনীয়তা নেই। তবে, রাজভভন প্রাঙ্গনে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে।
সূত্রের খবর, রাজ্যপালের অসুস্থতার খবর পেতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
এদিন বিকেলে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা মতুয়া মহাসঙ্ঘের সংঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুরই প্রথম রাজ্যপালের অসুস্থতার কথা প্রকাশ্যে আনেন। তাঁর কথায়, 'রাজ্যপালের ওএসডি ফোনে আমাকে জানিয়েছেন রাজ্যপাল অসুস্থ। এয়ারপোর্টের কাছ থেকে গাড়ি ঘুরিয়ে ফিরে গিয়েছেন। কবে ফের ঠাকুরনগরে আসবেন তা রাজভবনের তরফে জানিয়ে দেওয়া হবে।'