Omar Abdullah Mamata Banerjee meeting: জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বৃহস্পতিবার নবান্নে দেখা করতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সূত্রের খবর, এই বৈঠক মূলত ‘সৌজন্য সাক্ষাৎ’ হলেও আসন্ন সংসদের বাদল অধিবেশন ঘিরে বিরোধী দলগুলির মধ্যে 'কৌশলগত আলোচনা' হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক শিবির। বুধবার তিনি কলকাতায় এসে পৌঁছান এবং কাশ্মীরকে একটি নিরাপদ ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরতে আয়োজিত একটি পর্যটন সংক্রান্ত অনুষ্ঠানে অংশ নেন। সরকারি সূত্র জানায়, এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হামলার (যেখানে ২৬ জন নিহত হন) পর এটিই দুই মুখ্যমন্ত্রীর প্রথম মুখোমুখি সাক্ষাৎ।
শীর্ষ এক প্রশাসনিক আধিকারিক বলেন, “ পহেলগাঁও হামলার পর কাশ্মীরের পর্যটন খাত হামলার পরে প্রবল ধাক্কা খেয়েছে। মুখ্যমন্ত্রী পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।” কাশ্মীর সরকারের তরফে জানানো হয়েছে, এই সফরের অন্যতম উদ্দেশ্য হল— বাংলার পর্যটকদের মধ্যে ভরসা ফিরিয়ে আনা এবং পর্যটন সংক্রান্ত ব্যবসায়িক অংশীদারিত্ব তৈরি করা। রাজ্যের বড় ট্যুর অপারেটরদের সঙ্গে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে।
অপর আধিকারিক বলেন, “বাংলা সবসময়ই কাশ্মীরের পর্যটনের অন্যতম বড় বাজার। এই সফরের লক্ষ্য, পর্যটকদের আশ্বস্ত করা— কাশ্মীর এখন নিরাপদ, প্রস্তুত এবং অতিথিপরায়ণ।” কাশ্মীর সরকার এখন দেশজুড়ে বিভিন্ন রাজ্যে রোড শো, প্রচার অভিযান ও স্ট্র্যাটেজিক পার্টনারশিপের মাধ্যমে জম্মু-কাশ্মীরকে ফের ‘টপ ট্র্যাভেল ডেস্টিনেশন’ হিসেবে গড়ে তুলতে চায়। এই বৈঠক শুধু রাজনৈতিক সৌজন্য নয়, পর্যটন শিল্পের ভবিষ্যতের দিক থেকে দুই রাজ্যের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।