মোদীকে চিঠি মমতার, সরাসরি টিকা কেনায় ছাড়ের আর্জি

রাজ্যবাসীকে বিনামূল্যে টিকাকরণের ইচ্ছার কথা জানিয়েছিল মমতা সরকার।

রাজ্যবাসীকে বিনামূল্যে টিকাকরণের ইচ্ছার কথা জানিয়েছিল মমতা সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাজ্যবাসীকে বিনামূল্যে টিকাকরণের ইচ্ছার কথা জানিয়েছিল মমতা সরকার। এবার তা বাস্তবায়ণে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের কথা বিবেচনা করে বঙ্গবাসীকে যাতে নিখরচায় করোনার প্রতিষেধক দেওয়া যায় তা নিশ্চিত করতে নির্মাতা সংস্থাগুলো থেকে পশ্চিমবঙ্গ সরকার টিকা কিনতে চায়। এজন্য কেন্দ্রের অনুমোদনের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisment
publive-image

বুধবার প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, বাংলায় বিধানসভা নির্বাচনের আগে ভোটকর্মীদের টিকাকরণের কাজ ভাল গতিতেই এগোচ্ছে। কিন্তু নির্বাচনের সময় টিকা না নিয়েই হয়তো ভোটারদের বুথে যেতে হবে। তাই ভোটের আগে সব রাজ্যবাসীকে নিখরচায় করোনার টিকা দিতে চায় পশ্চিমবঙ্গ সরকার। সেজন্য যেন রাজ্যকে কেন্দ্রীয় অনুমোদন দেওয়া হয়।

নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই চিঠিকে মমতার চিঠিকে রাজনৈতিক কৌশল বলে মনে করছে বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য তোপ দেগে বলেন, ‘ভাল কথা যে রাজ্য সরকার সবাইকে বিনামূল্যে করোনার টিকা দিতে চায়। যদিও মুখ্যমন্ত্রীর নজরে স্বাস্থ্যের হাল এখন অগ্রাধিকার নয়, টিকা নিয়ে রাজনীতি করতে চাইছে। যাঁকে কিছুক্ষণ আগে কিম্ভূত কিমাকার বলে কটাক্ষ করেছেন তাঁকে কেন চিঠি লিখতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে?’

Advertisment

উল্লেখ্য, এদিনই কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন যে ১লা মার্চ থেকে দেশের বয়স্ক নাগরিক, কোমর্বিডিটি সম্পন্ন ৪৫ ঊর্ধ্বদের করোনা টিকাকরণের কাজ শুরু হবে। সরকারি হাসপাতালে বিনামূল্যে করোনার প্রতিষেধক মিললেও বেসরকারি হাসপাতালগুলোতে টাকা দিয়েই তা পাওয়া যাবে। টিকার দাম অবশ্য জানাননি কেন্দ্রীয়মন্ত্রী। তবে তা দিন কয়েকের মধ্যেই জানিয়ে দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee modi PM Narendra Modi