আর্থিক দুর্নীতি রুখতে দেশের সমস্ত সমবায় ব্যাঙ্ককে রিজার্ভ ব্যাঙ্কের অধীনে আনার সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্র। মোদী সরকারের এই পদক্ষেপ অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সেই অসন্তোষের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সমবায় ব্যাঙ্কগুলির উপর নজদরাদারির দায়িত্ব ফের রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন মমতা।
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, সমবায় ব্যাঙ্কগুলোর রেজিস্ট্রারের তদারকির ভূমিকা এবং পরিচালনার দায়িত্ব পুনরুদ্ধার করা উচিত। ২৬ জুনের কেন্দ্রীয় অধ্যাদেশ 'একতরফা' বলে মনে করেন তিনি। কো-অপারেটিভ সোসাইটি রাজ্য তালিকাভুক্ত, তাই সমবায় ব্যাঙ্ককে রিজার্ভ ব্যাঙ্কের অধীনে আনার কেন্দ্রীয় সিদ্ধান্ত রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।
ব্যাঙ্কিং ক্ষেত্রে নয়া পদক্ষেপ করেছে মোদী সরকার। এবার আরবিআই-এর আওতায় আনা হচ্ছে প্রায় ১৫০০ আরবান কো-অপারেটিভ ও মাল্টি-স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ককে। গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আরবিআই-এর ছাতার তলায় আরবান কো-অপারেটিভ ও মাল্টি-স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ককে আনার সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। মন্ত্রীর কথায়, '১৪৮২ আরবান কো-অপারেটিভ ব্য়াঙ্ক ও ৫৮টি মাল্টি-স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ককে আরবিআইয়ের তদারকি ক্ষমতার আওতায় আনা হচ্ছে। শিডিউলড ব্যাঙ্কের ক্ষেত্রে আরবিআই-এর যেমন ক্ষমতা থাকে, তেমনই এবার থেকে থাকবে কো-অপারেটিভ ব্যাঙ্কের ক্ষেত্রে।'উল্লেখ্য, গত বছর পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্কে দূর্নীতির ঘটনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে মনে করা হচ্ছে।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন