বুধবারই পড়ে যাচ্ছিল কেন্দ্রীয় সরকার! এমনই চাঞ্চল্যকর দাবি করে তোলপাড় ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট। সেই বাজেটে পেশের পরপরই শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস নামে বলে দাবি মুখ্যমন্ত্রীর। অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছোয় যে মোদী সরকারের পতনের আশঙ্কাও তৈরি হয় বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisment
আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের চাঞ্চল্যকর দাবিতে চর্চা চুঙ্গে। বুধবার কেন্দ্রীয় বাজেট পেশের পরেই সরকার পড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল বলে মনে করেন মুখ্যমন্ত্রী। কয়েকজনকে ফোন করে শেয়ার কেনার নির্দেশ দিয়ে সরকার টিকিয়ে রাখা হয়েছে বলে ঘুরিয়ে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা-মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর দাবি, 'বাজেট পেশের পরেই শেয়ার বাজারে ধস নামে। গতকাল সরকারটাই তো পড়ে যাচ্ছিল। ৬-৮ জনকে ফোন করে শেয়ার কেনার নির্দেশ দিয়েছে। কাউকে বলা হয়েছে ২০ হাজার কোটি টাকা দিন। কাউকে বলা হয়েছে ১০ হাজার কোটি টাকা দিন।'
কাদের কাদের শেয়ার কেনার নির্দেশ দেওয়া হয়েছিল? তাঁদের নাম কি জানেন মুখ্যমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি প্রত্যেকের নাম তিনি জানেন, তবে বলবেন না। মুখ্যমন্ত্রী কথায়, 'তাঁদের নাম জানি। দুর্বিষহ অবস্থা করব না বলে কিছু বলছি না।' এরই পাশাপাশি এলআইসি, ব্যাঙ্কের প্রসঙ্গ তুলে কেন্দ্রের শাসকদলকে ফের একবার নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'এলআইসি, ব্যাঙ্কের টাকা পাবেন কিনা সন্দেহ। বিমার টাকাও পাবেন কিনা সন্দেহ আছে। এলআইসি, ব্যাঙ্কের টাকা নিয়ে নিজেদেরে পার্টির কয়েকজনকে সুবিধা দিচ্ছে।'