কেন্দ্রের থেকে প্রাপ্য না মিললেই আগামিতে দিল্লি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন বাংলার মুখ্যমন্ত্রীর। প্রশ্ন তুললেন, 'কেন গরিবের টাকা আটকে রাখা হবে?'
বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ দীর্ঘদিনের। বামেরা করছে, পরে ক্ষমতায় এসে একই অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। বারে বারেই বঞ্চনা ইস্যুতে তোপ দেগেছেন কেন্দ্রের বিরুদ্ধে। পথে নেমে আন্দোলনও করেছেন। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে সেই প্রতিবাদ আরও ঝাঁঝালো করলেন মুখ্যমন্ত্রী।
কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
রাজ্য সরকারের একাধিক উন্নয়ন প্রকল্পের কথা বলার সময় অর্থিক সীমাবদ্ধতার কথা উঠে আসে। সেই সময়ই হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র। কেন? বাংলায় তোমরা হেরেছ বলে। ১০০ দিনের টাকা জলদি দাও। প্রাপ্য টাকাটুকু দাও। দরিদ্র মানুষের সব হরণ করে নিচ্ছে।
গরিবের টাকা কেন আটকে রেখেছো? না হলেও দিল্লিতে গিয়ে ঘেরাও হবে।' জনতার উদ্দেশ্য়ে তাঁর প্রশ্ন, 'এখানে দেখছে সব তরুণ প্রজন্মের। আপনারা লড়বেন তো? আমার সঙ্গে সারা বাংলা ঘুরবেন? দিল্লি গিয়ে লড়বেন বিজেপির সঙ্গে? ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সকে ভয় পাবেন না তো?'
পাশাপাশি তিনি বলেন, 'আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। প্রতিবাদ করলেই ইডি, সিবিআই আসবে। ভয় পাবেন না। মুড়ি খেতে দেবেন। সঙ্গে একটু তেলও দিয়ে দেবেন। বলবেন জিএসটি আমরা ব্যবস্থা করে নিয়েছি।'
মমতার বার্তা, 'বাংলার মানুষ মানুষের কাছে মাথানত করে। ভয়ের কাছে নয়। আমাদের ইডি-র ভয় দেখিয়ে লাভ নেই। আমরা সাহসের সঙ্গে লড়ি, সেই লড়াই জারি থাকবে।'
তৃণমূলকে জনতার পাহাড়াদার হিসাবে দাবি করেছেন মমতা। বলেছেন, 'মহারাষ্ট্রে সরকার ভেঙেছে। এবার বলছে ছত্তীসগড় ভাঙবে। তারপর বলছে বাংলা ভাঙবে। আমরা বলছি, বাংলার কথা ভুলেও ভেব না। এখানে রয়্যালবেঙ্গল টাইগার থাকে। খুব সাবধান।'