scorecardresearch

রামনবমীতে অশান্তি বাধালে নেওয়া হবে কড়া ব্যবস্থা, সংঘ পরিবারকে হুঁশিয়ারি মমতার

আগামী বছরের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে হিন্দুভোট একজোট করে ঝুলিতে ভরতে মরিয়া বিজেপি।

MAMATA_BANERJEE 4

রামনবমীর অনুষ্ঠানের নাম করে মুসলিম এলাকায় হামলা চালালে ছেড়ে কথা বলবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রেড রোডের ধরনামঞ্চ থেকে বিজেপিকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে সব রাজনৈতিক দলই এখন ভোটব্যাংক গুছিয়ে নিতে মরিয়া। সেই হিসেবে তৃণমূল কংগ্রেস তার মুসলিম ভোটব্যাংকে ধস রুখতে তৎপর। সাগরদিঘির উপনির্বাচন যে ধস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তা আটকাতে যে তিনি মুসলিম সম্প্রদায়ের রক্ষাকর্ত্রী হয়ে উঠতে চান, বুধবার সেই বার্তাই দিলেন তৃণমূল সুপ্রিমো।

অন্যদিকে রামনবমীকে সামনে রেখে রাজ্যের হিন্দুভোট গুছিয়ে নিতে তৎপর বিজেপি নেতৃত্ব। সেই কারণে, অস্ত্র হাতে রামনবমী পালনে এবার রাজ্যে বিশেষ জোর দিয়েছে সংঘ পরিবার। যার সূত্রে তৃণমূল সুপ্রিমোর আশঙ্কা, রামনবমীর নাম করে মুসলিম এলাকায় উসকানি দিতে পারেন সংঘ পরিবারের লোকজন। যাতে উত্তেজনা ছড়ায়। আর লোকসভা নির্বাচনে তার প্রভাব পড়ে। আর, সেকথা মাথায় রেখেই বুধবারের ধরনামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইন আইনের পথে চলবে।

এই প্রসঙ্গে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপির নেতারা রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে বের হওয়ার কথা বলছে। আমরা রামনবমীর মিছিল আটকাব না। অন্নপূর্ণা পূজা করুন। রামনবমী পালন করুন, সব করুন। কিন্তু, কোনওরকম অশান্তির সৃষ্টি হলে আমরাও কিন্তু পালটা মিছিল বের করতে পারি। রামনবমীর নামে মিছিল করে যদি মুসলিম এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা হয়, তবে কিন্তু আইন আইনের পথে চলবে।’

আরও পড়ুন- ‘চোর-ডাকাতরাই আন্দোলনে, সব তালিকা আছে’, ডিএ বিক্ষোভকারীদের বড় হুঁশিয়ারি মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আশঙ্কা অমূলক নয়। বাম আমল থেকেই বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকায় বারবার অশান্তি ছড়িয়েছে। বহু ক্ষেত্রেই এক্ষেত্রে প্রশাসন একচক্ষু ভূমিকা পালন করেছে বলে সংঘ পরিবারের অভিযোগ। যে অভিযোগকে পুঁজি করেই এরাজ্যে সংগঠন বিস্তারে মরিয়া সংঘ ও তাদের অন্যতম সংগঠন বিজেপি। স্বাভাবিক ভাবেই এবারের রামনবমী নিয়ে প্রশাসন বেশ সতর্ক।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Mamata warns sangh parivar that strict measures will be taken to prevent riots on ram navami