Advertisment

শুধু টাকা চাইতেই মোদীর দরবারে মমতা? সঙ্গে আছেন অভিষেকও

রাজ্যের বকেয়া ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata will leave for Delhi today with a series of programs including a meeting with Modi

ছবির বাঁদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডানদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ফের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বকেয়া ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। অভিষেককে সঙ্গে নিয়ে রবিবারই দিল্লি রওনা তৃণমূল সুপ্রিমোর। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি দিল্লিতে আরও একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। দলের সাংসদদের সঙ্গে আলাদা করে বৈঠকের পাশাপাশি ইন্ডিয়া জোটের বৈঠকেও যোগ দেবেন মমতা-অভিষেক।

Advertisment

কেন্দ্র হাত গুটিয়ে বসে রয়েছে বলেই এরাজ্যে উন্নয়নের বহু কাজ আটকে রেয়েচ। টাকার অভাবে সেই কাজ করা যাচ্ছে না বলে বারবার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ শাসকদলের নেতারা। এর আগেও বকেয়া আদায়ে দিল্লির দরবারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর কথাও হয়েছে। তবে এরপরেও টাকা মেলেনি। এবার তাই ফের একবার বকেয়া ইস্যুতে রাজধানীতে নরেন্দ্র মোদীর সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু মোদীর সঙ্গে বৈঠকই নয়, এছাড়াও একগু্চ্ছ কর্মসূচি রয়েছে তৃণমূলমেত্রীর। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে দিল্লির বঙ্গভবনে দলের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিকেলে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক দু'জনেই।

আরও পড়ুন- এমন নৃশংস কান্ড জানলে হাড় হিম হবে! শীতের রাতে বীভৎস পরিণতি তৃণমূল নেতার

একশো দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা-সহ এরাজ্যের একাধিক খাতে বিপুল পরিমাণ কেন্দ্রীয় টাকা বকেয়া রয়েছে। যার জেরে উন্নয়নের একগুচ্ছ কাজ থমকে রয়েছে। বারবার টাকার দাবিতে সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। যদিও বকেয়া টাকা দেওয়া নিয়ে কেন্দ্রের তরফে এখনও কোনও সদুত্তর মেলেনি। এবার তাই ফের একবার সরাসরি মোদীর সঙ্গে মুখোমুখি বৈঠকে বকেয়া মেটানোর দাবি জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

abhishek banerjee West Bengal Mamata-Modi modi Mamata Banerjee
Advertisment