মুম্বইয়ে মেগা বৈঠকে ইন্ডিয়া জোট। ২০২৪-এর লোকসভা ভোটে এনডিএ-কে প্যাঁচে ফেলতে চূড়ান্ত রণকৌশল নির্ধারণে দুরন্ত আলোচনা আরব সাগরের তিরে। এদিনের এই বৈঠকে ঢোকার আগে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যেপাাধ্যায়। 'দেশের সবচেয়ে ভালো করার লক্ষ্যেই আমাদের এই লড়াই'। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পাখির চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচন। আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোট গড়েছে বিরোধীরা। এর আগে পাটনা ও বেঙ্গালুরুতে হয়ে গিয়েছে জোটের বৈঠক। এবারের বৈঠক মুম্বইয়ে। বিজেপি বিরোধী ২৮ দলের মেগা আলোচনা মুম্বইয়ের পাঁচতারা হোটেলে।
সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদব, তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরে, সীতারাম ইয়েচুরি-সহ বিরোধী দলগুলির তাবড় নেতারা হাজির মেগা আলোচনায়।
আরও পড়ুন- আরও কয়েকটি নতুন পরিষেবা মিলছে, আজ থেকে রাজ্যে চালু দুয়ারে সরকার
বৈঠকে যোগ দেওয়ার আগে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যেপাধ্যায়। তিনি বলেন, 'দেশের যাতে সবচেয়ে ভালো হয় তার জন্যই আমাদের এই লড়াই।' বৃহস্পতিবারও একপ্রস্থ আলোচনা করেছেন বিরোধী জোটের নেতারা। আসন বণ্টন নিয়েই প্রাথমিকস্তরে কথাবার্তা হয়েছে।
আজ সেই আলোচনা আরও গতি পাবে। এছাড়াও ইন্ডিয়া জোটের লোগো স্থির করা নিয়েও আলোচনা হবে। বিজেপির বিরুদ্ধে অলআউট লড়াইয়ে আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হবে বৈঠকে।
বিজেপিকে ধরাশায়ী করতে 'মাস্টারপ্ল্যান', ইন্ডিয়া জোটের বৈঠকের আগে আজ কী বললেন মমতা?
মুম্বইয়ে মেগা বৈঠকে ইন্ডিয়া জোট।
Follow Us
মুম্বইয়ে মেগা বৈঠকে ইন্ডিয়া জোট। ২০২৪-এর লোকসভা ভোটে এনডিএ-কে প্যাঁচে ফেলতে চূড়ান্ত রণকৌশল নির্ধারণে দুরন্ত আলোচনা আরব সাগরের তিরে। এদিনের এই বৈঠকে ঢোকার আগে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যেপাাধ্যায়। 'দেশের সবচেয়ে ভালো করার লক্ষ্যেই আমাদের এই লড়াই'। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পাখির চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচন। আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোট গড়েছে বিরোধীরা। এর আগে পাটনা ও বেঙ্গালুরুতে হয়ে গিয়েছে জোটের বৈঠক। এবারের বৈঠক মুম্বইয়ে। বিজেপি বিরোধী ২৮ দলের মেগা আলোচনা মুম্বইয়ের পাঁচতারা হোটেলে।
সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদব, তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরে, সীতারাম ইয়েচুরি-সহ বিরোধী দলগুলির তাবড় নেতারা হাজির মেগা আলোচনায়।
আরও পড়ুন- আরও কয়েকটি নতুন পরিষেবা মিলছে, আজ থেকে রাজ্যে চালু দুয়ারে সরকার
বৈঠকে যোগ দেওয়ার আগে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যেপাধ্যায়। তিনি বলেন, 'দেশের যাতে সবচেয়ে ভালো হয় তার জন্যই আমাদের এই লড়াই।' বৃহস্পতিবারও একপ্রস্থ আলোচনা করেছেন বিরোধী জোটের নেতারা। আসন বণ্টন নিয়েই প্রাথমিকস্তরে কথাবার্তা হয়েছে।
আজ সেই আলোচনা আরও গতি পাবে। এছাড়াও ইন্ডিয়া জোটের লোগো স্থির করা নিয়েও আলোচনা হবে। বিজেপির বিরুদ্ধে অলআউট লড়াইয়ে আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হবে বৈঠকে।