scorecardresearch

কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে শহিদ বাংলার জওয়ান, শোক প্রকাশ করে টুইট মুখ্যমন্ত্রীর

শুক্রবার কাশ্মীরের রাজৌরির জঙ্গলে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার চলাকালীন ৫ ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন।

Mamata's tweet condoles the death of Darjeeling jawan who was killed in an encounter
বাঙালি জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর।

জম্মু কাশ্মীরের রাজৌরিতে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার চলাকালীন বিস্ফোরণের জেরে নিহত পাঁচ ভারতীয় জওয়ানের মধ্যে একজন দার্জিলিংয়ের সিদ্ধান্ত ছেত্রী। মাত্র ২৫ বছর বয়সেই দেশের জন্য শহিদ হয়েছেন এই বীর সৈনিক। সন্ত্রাস দমনে তাঁর এই বলিদানকে কুর্ণিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে এদিন মুখ্যমন্ত্রী লিখেছেন, “সিদ্ধান্ত ছেত্রীর শোকসন্তপ্ত পরিবার এবং অন্য দেশপ্রেমিক যাঁরা গতকাল তাঁদের জীবন হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

উল্লেখ্য, শুক্রবার সকালে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে রক্তাক্ত হয়ে ওঠে ভূস্বর্গ। রাজৌরির ঘন জঙ্গলে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানোর সময় আইইডি বিস্ফোরণে ৫ সেনা-জওয়ান নিহত হন। এক সেনা কর্তা গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরই তেড়েফুঁড়ে আসরে নামে সেনাবাহিনী। জঙ্গিদের নিকেষ করতে চলে চিরুনি তল্লাশি অভিযান। শেষমেশ শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের রাজৌরি এবং বারামুল্লায় দুটি পৃথক এনকাউন্টারে নিকেশ করা হয় ২ জঙ্গিকে। এলাকায় জঙ্গিদের গতিবিধি টের পেতেই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে নামে সেনা।

আরও পড়ুন- আজ ১০০ দিনে DA আন্দোলন, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে মহামিছিল

এদিকে, গতকাল রাজৌরির জঙ্গলে নিহত ৫ জওয়ানদের একজন এরাজ্যের বাসিন্দা। দার্জিলিঙের বাসিন্দা সিদ্ধান্ত ছেত্রী নামে ওই জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, “এটা জেনে আমি গভীরভাবে মর্মাহত যে আমাদের সিদ্ধান্ত ছেত্রী, দার্জিলিঙের বিজনবাড়ির ২৫ বছরের তরুণ জওয়ান ভারতীয় সেনাবাহিনীর পাঁচজন বীর সৈনিকের মধ্যে রয়েছেন, যাঁরা গতকাল জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে একটি বিশেষ অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে লড়াইয়ের সময় প্রাণ হারিয়েছিলেন। আমাদের দেশপ্রেমিক জওয়ানরা সন্ত্রাসীদের নির্মূল করতে তাদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ কখনোই ভোলা যাবে না।”

আরও পড়ুন- রূপের ডালি সাজিয়ে তৈরি প্রকৃতি! পাহাড়ি গাঁয়ের চোখ জুড়নো শোভা মনে ঝড় তুলবে!

টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও লিখেছেন, “আমি সিদ্ধান্ত ছেত্রীর শোকসন্তপ্ত পরিবার এবং অন্যান্য দেশপ্রেমিকদের জন্য আমার আন্তরিক সমবেদনা জানাই যাঁরা গতকাল তাঁদের জীবন হারিয়েছেন।”

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Mamatas tweet condoles the death of darjeeling jawan who was killed in an encounter595638