Advertisment

এবার হাইকোর্টের বাতি-নজর, লাল-নীলে কড়া প্রশ্ন নবান্নকে

মন্ত্রীদের সতর্ক করেও লাভ হল না মুখ্যমন্ত্রী মমতার।

author-image
IE Bangla Web Desk
New Update
calcutta high courts division bench cannot hear wb govts municipality recruitment scam plea, পুরসভার নিয়োগ দুর্নীতি মামলা: ডিভিশন বেঞ্চে ধাক্কা মমতা সরকারের, কেন?

ফের আদালতের নজরে অনুব্রত মণ্ডল। এবার তাঁর গাড়িতে লাল-নীল বাতি লাগানো ঘিরে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। সেই সূত্রেই মমতা সরাকারের জবাবদিহি তলব করেছেন প্রধান বিচারপতি রাকেশ শ্রীবাস্তব।

Advertisment

অনুব্রত মণ্ডল বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। তিনি কেন লাল বা নীল বাতি গাড়িতে ব্যবহার করেন? তা নিয়েই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল। সেই মামলার শুনানিতেই এ দিন কলকাতা হাইকোর্ট রাজ্যের কাছে জানতে চেয়েছে, কেন লাল-নীল বাতি গাড়ির অহেতুক ব্যবহার হচ্ছে? যেসব বাতি দেওয়া গাড়ি চলছে সেগুলো কী সবই বৈধ? গাড়িতে লাল-নীল বাতি কত জনকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে? তার অপব্যবহারের রুখতে কী ব্যবস্থা করেছে প্রশাসন? লাল- বাতির অপব্যবহার হলে ভারতীয় দণ্ডবিধির ৪১৯ ধারা অনুযায়ী মামলা রুজু করে পদক্ষেপ করা যায়। এমন কত মামলা এখন রাজ্যে হয়েছে? তাও জানতে চান প্রদান বিচারপতি। সোমবারের মধ্যে নবান্নের জবাব তলব করেছে কলকাতা হাইকোর্ট।

উল্লেখ্য, গাড়িতে অহেতুক বাতি ব্যবহার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার অন্যান্য মন্ত্রীদের সতর্ক করেছেন। কলকাতায় মন্ত্রীরা গাড়িতে বাতি জ্বালিয়ে যাতে না ঘোরেন সেই নির্দেশও দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নিজের কনভয়ে ব্যবহৃত গাড়ির সংখ্যাও অন্যান্য অনেক রাজ্যের তুলনায় কম। তারপরও আদালতে বাতি নিয়ে প্রশ্নের মুখে মমতা সরকার।

anubrata mondal Calcutta High Court Mamata Government
Advertisment