/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/Mamata-Nisith.jpg)
Mamata Banerjee-Nisith Pramanik: মমতা বন্দ্যোপাধ্যায় ও নিশীথ প্রামাণিক।
Mamata Banerjee-Nisith Pramanik: কোচবিহারের BJP প্রার্থ নিশীথ প্রামাণিককে (Nisith Pramanik) তুমুল আক্রমণে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 'আমাদের দলে ও ছিল আপদ। BJP-র আজ হয়েছে সম্পদ। শুধু গুণ্ডামি করে বেড়ায়।' নিশীথ প্রশ্নে বৃহস্পতিবার এভাবেই সরাসরি তাঁর নাম না নিয়ে মাথাভাঙার মঞ্চ থেকে বেনজির আক্রমণ তৃণমূল সুপ্রিমোর।
কী বলেছেন মুখ্যমন্ত্রী?
"আপনাদের একজন বাবু। যাঁর বিরুদ্ধে হাজার হাজার কেস। আমরা দল থেকে তাড়িয়েছি। আমাদের দলে ও ছিল আপদ। বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুণ্ডামি করে বেড়ায়। আমি শুনেছি কেন্দ্রীয় সরকারের পুলিশের টুপিও পরে। চার-পাঁচ গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। ক'দিন আগে উদয়ন গুহর গাড়ির উপর হামলা করেছে। বাবু, আমি বলব তোমার বিরুদ্ধে কত কেস আছে! আমি দিয়ে দেব লোকাল লিডারদের কাছে। তুমি আজ নাকি স্বরাষ্ট্র মন্ত্রী।
তুমি লজ্জা, দেশের কলঙ্ক।"
মমতার কথায়, "আপনাদের এখানে আর রাজবংশি, তপশিলি জাতির লোক ছিল না। এখানে ভালো লোক আর ছিল না। আমাদের প্রার্থীকে দেখুন, জগদীশ চন্দ্র বাসুনিয়া। দেখুন মাটির মানুষ। কোচবিহারের একটা হীরে। কথা কম বলেন কাজ বেশি করেন। ওদের প্রার্থী বাপরে বাপ। অমাবস্যার কালো ছায়ায় ঢেকে গেছে মুখগুলো সব। কুৎসিত ভাষা, কুৎসিত চক্রান্ত। কুৎসিত অবস্থা।"
আরও পড়ুন- Mamata Banerjee: ‘বলেছিলাম ডবল ইঞ্জিন দাও, সিঙ্গল ইঞ্জিন দিও না’, এবার কেন একথা মমতার মুখেই?
এছাড়াও এদিন মাথাভাঙার মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেছেন কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার তথা এবারের লোকসভা নির্বাচনে বীরভূমের (Birbhum) BJP প্রার্থী দেবাশিস ধরকে (Debasish Dhar)। শীতলকুচিতে (Sitalkuchi) এর আগেরবার নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৫ জনের মৃত্যু হয়েছিল। সেই সময় কোচবিহারের (Cooch Behar) পুলিশ সুপার ছিলেন বর্তমানে বীরভূমের বিজেপি প্রার্থী।