Advertisment

দুগ্গা দুগ্গা! বিদেশ যাওয়ার আগে এয়ারপোর্টে বিশ্ববাংলার স্টলে দুর্গামূর্তিতে তুলির টান মমতার

এয়ারপোর্টে বিশ্ববাংলার স্টলে দুর্গার একটি মাটির মূর্তিতে রং করলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamta Banerjee painted the eyes of Durga idol at the airport before leaving for Spain , বিদেশ যাওয়ার আগে এয়ারপোর্টে বিশ্ববাংলার স্টলে দুর্গামূর্তিতে তুলির টান মমতার

দুর্গা প্রতিমার তক্ষুদান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাঁচ বছর পর বিদেশ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। সেখানে বাণিজ্য সম্মেলনে অংশ নেওয়ার পর চলে যাবেন স্পেনে। কলকাতা ছাড়ার আগে বিমানবন্দরে মা দুর্গার মূর্তিতে রং-তুলি ছোঁয়ালেন মুখ্যমন্ত্রী। এয়ারপোর্টে বিশ্ববাংলার স্টলে দুর্গার একটি মাটির মূর্তিতে রং করলেন তিনি।

Advertisment

পুজোর আর বেশি দিন বাকি নেই। শরতের আকাশে পেঁজা তুলোর মতো মেঘ জানান দিচ্ছে, মা আসছেন। তার আগে মঙ্গলবার দুর্গামূর্তির কপালে লাল রং দিয়ে ত্রিনয়ন আঁকেন মুখ্যমন্ত্রী। ঠোঁটেও লাল রং এঁকে দেন। মূর্তিটিতে শুধুমাত্র শাড়ি পরানো ছিল। কোনও রং ছিল না গায়ে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাল রং দিয়ে মূর্তি সাজিয়ে দেন।

publive-image
দুর্গা প্রতিমায় চক্ষুদান মমতার।

এদিন গোটা বিশ্ববাংলা স্টলটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। শাড়ি-জামাকাপড় ছাড়াও বাংলার বিভিন্ন প্রান্তের কৃষ্টির সংগ্রহ ঘুরে দেখেন মমতা। একটি শঙ্খে ফুঁ দিতেও দেখা যায় তাঁকে।

publive-image
শঙ্খে ফু মমতার।

কলকাতা থেকে মমতা প্রথমে দুবাই যাবেন। সেখানে বাণিজ্য সম্মেলনে অংশ নেবেন তিনি। সেখানে প্রবাসীদের সঙ্গে বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী। তার পর যাবেন স্পেনের রাজধানী মাদ্রিদে। তাঁর সঙ্গে রয়েছেন রাজ্যের শিল্পপতিদের একটি প্রতিনিধিদল। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে বিদেশি লগ্নি আনাই ১১ দিনের এই সফরের লক্ষ্য হতে চলেছে। মুখ্যমন্ত্রী ফিরবেন আগামী ২৩ সেপ্টেম্বর।

publive-image
বিশ্ববাংলা স্টলের সংগ্রহ ঘুরে দেখছেন মুখ্যমন্ত্রী।

বিদেশ সফর থেকে কি কোনও চমক আসতে চলেছে, সেই প্রশ্নের উত্তর মমতা বলেন, “চমক তো পরে, প্রদীপ জ্বালানোর আগে প্রদীপে তো তেল ভরতে হয়। সেই জন্য যাচ্ছি। সেই জন্য এই ছোট দেশকে বেছে নেওয়া।” এদিকে, স্পেন সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন স্পেনের লা লিগা কর্তাদের সঙ্গে। এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুন- ১১ দিনের বিদেশ সফরে মুখ্যমন্ত্রী, কেন স্পেনে গেলেন, এয়ারপোর্টে কারণ জানিয়ে গেলেন মমতা

আরও পড়ুন- অন্যান্যদের মত নয়, প্রথম ডাকেই সময়ের আগে ইডি দফতরে তৃণমূলের নুসরত

Durgapuja West Bengal Biswa bangla Kolkata Airport Mamata Banerjee
Advertisment