একুশের সভা শুরুর আগে ভয়ঙ্কর কাণ্ড। খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই হুলস্থূল। আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে আটক করল পুলিশ। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। আটক ব্যক্তিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
একুশে জুলাইয়ের সভা শুরুর কয়েক ঘণ্টা আগে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। প্রথমে নিজেকে এক পুলিশকর্মী বলে পরিচয় দিয়েছিলেন ওই ব্যক্তি। পরে তাঁর পরিচয়পত্রটি খতিয়ে দেখা হয়। দেখা যায় সেটি ভুয়ো। এরপরেই ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ভোজালি মিলেছে। এমনকী মাদকদ্রব্যও উদ্ধার হয়েছে।
আরও পড়ুন- একুশের সভা ছেড়ে কোথায় গেলেন এই তৃণমূলকর্মীরা? জানলে অবাক হবেন!
শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সামনে একটি পুলিশ লেখা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওই গাড়িতে থাকা এক ব্যক্তি নিজেকে পুলিশকর্মী বলে পরিচয় দেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় মোতায়েন পুলিশকর্মীরা ওই ব্যক্তির পরিচয়পত্রটি পরীক্ষা করেন। দেখা যায় সেটি ভুয়ো। এরপরেই গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই ব্যক্তিকেও আটক করা হয়। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ভোজালি ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।
আরও পড়ুন- একুশের মঞ্চে জ্বলজ্বল করছেন শুভাপ্রসন্ন, কিছু না বলেও বোঝালেন ‘সব ঠিকই আছে’…!
কী কারণে ওই ব্যক্তি পুলিশের ভুয়ো পরিচয়পত্র সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে পৌঁছোলেন? তার ঠিক কী উদ্দেশ্য ছিল? আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেলেন? এসব কিছু জানতে আটক ব্যক্তিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।