Advertisment

Lynching: যুবককে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা বর্ধমানে, পলাতক 'তোলাবাজ-গুন্ডা' গাবু

Lynching Death: নির্মম ভাবে বাঁশ দিয়ে পিটিয়ে রবিকে হত্যার অভিযোগ উঠেছে একই এলাকার শেখ ইনসান ওরফে গাবুর বিরুদ্ধে। এদিকে রবি পাসোয়ান মারা যাবার পরেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত গাবু। মৃতর পরিবার বর্ধমান থানায় গাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তার কঠোর শাস্তির দাবি করেছে। পুলিশ অভিযুক্তের সন্ধান চালাচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Burdwan, Lynching, West Bengal Horror

মৃতর পরিবার বর্ধমান থানায় গাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তার কঠোর শাস্তির দাবি করেছে।

Lynching Death: পিটিয়ে হত্যার (Lynching Death) ঘটনার বিরাম নেই বাংলায়। এবার সেই তালিকায় যুক্ত হল বর্ধমান শহরের নাম। নিহত রবি পাসোয়ানের (৩৪) বাড়ি শহর বর্ধমানের ১৬ নম্বর ওয়ার্ডের সদরঘাটের সুকান্তপল্লিতে। একসময়ের তৃণমূল আশ্রিত দুস্কৃতী গাবুর বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে পরিবার। অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকা গাবু আপাতত গা ঢাকা দিয়েছে।

Advertisment

নির্মম ভাবে বাঁশ দিয়ে পিটিয়ে রবিকে হত্যার অভিযোগ উঠেছে একই এলাকার শেখ ইনসান ওরফে গাবুর বিরুদ্ধে। এদিকে রবি পাসোয়ান মারা যাবার পরেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত গাবু। মৃতর পরিবার বর্ধমান থানায় গাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তার কঠোর শাস্তির দাবি করেছে। পুলিশ অভিযুক্তের সন্ধান চালাচ্ছে।

মৃতের স্ত্রী রাধা পাশোয়ান বৃহস্পতিবার জানান, শেখ ইনসান ওরফে গাবু দিন দশেক আগে বাঁশ দিয়ে তাঁর স্বামী রবি পাসোয়ানকে নির্মম ভাবে পেটায়। তাতে রবি মারাত্মক জখম হয়। তাঁর ঘাড়ে ও পেটে গুরুতর আঘাত লাগে। জখম রবি পাসোয়ানকে ভর্তি করা হয় বর্ধমান হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন থাকাকালে এদিন ভোরে রবি মারা যান। রবিকে মারধরের কী কারণ ছিল তা আজও অজানা রবির স্ত্রী ও তাঁর পরিবারের লোকজনের কাছে।

এলাকার বাসিন্দাদের কথায় জানা গিয়েছে, “গাবু অসামাজিক কাজকর্মে সিদ্ধহস্ত। এলাকাতেও অসামাজিক কাজকর্ম করত, তোলাবাজি, মস্তানি চালিয়ে যেত গাবু। গুন্ডামি করা তার স্বভাব ছিল। যাঁকে তাঁকে অকারণে মারধর করতে।“ মৃত রবি পাসোয়ানের দাদা প্রেমনাথ পাসোয়ান জানান, রবি ভ্যান গাড়ি চালাত। বাড়িতে তাঁর একটি বাচ্চা মেয়ে আছে। আর গাবু কাঠের কাজ করার পাশাপাশি পাড়ায় তাঁর একটি চায়ের দোকান আছে। এহেন গাবু তৃণমূল কংগ্রেস দলেও যুক্ত ছিল। কিন্তু তার অসামাজিক কাজকর্ম ও তোলাবাজি নিয়ে এলাকায় ক্ষোভ বিক্ষোভ ছড়ানোয় দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়।

আরও পড়ুন Madan Mitra: আড়িয়াদহে গুন্ডারাজ! সৌগত-র পর মদনকে ভয়ঙ্কর হুমকি, তোলপাড় বঙ্গ-রাজনীতি

মৃতের দিদি গীতা পাসোয়ান বলেন, 'গাবুর মারধরে আমার ভাই রবি জখম হওয়ার পর বাড়িতেই ভাইয়ের চিকিৎসা চলছিল। কিন্তু রবি সুস্থ হচ্ছিল না। অসুস্থতা বেড়ে যায়। এমত অবস্থায় ৮ জুলাই ভাই রবিকে বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাকালীন বৃহস্পতিবার সকালে আমার ভাই হাসপাতালেই মারা যায়।" গাবুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মৃতর দিবি।

এই ঘটনা প্রসঙ্গে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, “কে কোন রাজনৈতিক দল করে সেটা বিবেচ্য বিষয় নয়। কেউ অন্যায় করে থাকলে পুলিশ আইনে অনুযায়ী ব্যবস্থা নেবে। পুলিশ তদন্ত করেছে। অপরাধী শাস্তি পাবে।“ বর্ধমান থানার এক অফিসার বলেন, “মৃতের পরিবার থানায় অভিযোগ জমা করেছে। তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে“।

Mob Lynching burdwan Lynching
Advertisment