Advertisment

খাস কলকাতায় প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে খুন, তুমুল উত্তেজনা

দোকানের সিসিটিভিতে ধরা পড়েছে ঘটনাটি।

author-image
IE Bangla Web Desk
New Update
CCTV footage Dhakuria

সিসিটিভির ছবি

দিনেদুপুরে খাস কলকাতায় মদ কেনা নিয়ে বচসা এবং হাতাহাতির জেরে খুন হয়ে গেলেন এক ব্যক্তি। রবিবার এই ভয়ংকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার এক মদের দোকানে। সূত্রের খবর, ঘটনার সময় জনৈক ক্রেতার সঙ্গে ঝগড়া বেধে যায় দোকানের কর্মীদের। সেই সময় ওই ক্রেতাকে টেনে দোকানে ঢুকিয়ে মারতে শুরু করেন এক কর্মী।

Advertisment

ঘটনাস্থলেই মারের জেরে অসুস্থ হয়ে পড়েন আক্রান্ত ক্রেতা। পরে তিনি মারা যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম সুশান্ত মণ্ডল। এই ঘটনায় ঢাকুরিয়া এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনার জেরে রবিবার বিকালে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন- দুই হুমায়ুন যেন গলার কাঁটা! পঞ্চায়েত ভোট মিটতেই ‘সাঁড়াশি প্যাঁচে’ তৃণমূল!

গোটা ঘটনাটি ওই মদের দোকানের সিসিটিভিতে ধরা পড়েছে। তাতে দেখা গিয়েছে, ঘটনার সময় দোকানের বাইরে মাত্র একজনই ক্রেতা ছিলেন। সেই ক্রেতার সঙ্গে হাত নেড়ে কথা বলছিলেন মদের দোকানের এক কর্মচারী। আচমকা ওই ক্রেতাকে ঘাড় ধরে টেনে দোকানে নিয়ে আসতে দেখা গিয়েছে মদের দোকানের কর্মচারীকে। তারপর ওই ক্রেতাকে মারধর করা হয় বলে অভিযোগ। ওই ক্রেতার মাথা মাটিতে ঠুকে দেওয়ারও অভিযোগ উঠেছে মদের দোকানের কর্মচারীর বিরুদ্ধে।

সূত্রের খবর, ঘটনার পর আহত ওই ক্রেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকরা জানিয়ে দেন, ইতিমধ্যেই সুশান্ত মণ্ডল নামে ওই যুবকের মৃত্যু হয়েছে। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে ঢাকুরিয়া এলাকায়। স্থানীয় বাসিন্দারা মদের দোকানটিতে ভাঙচুর চালান। ঢাকুরিয়া ব্রিজ অবরোধ করা হয়। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মদের দোকানকে কেন্দ্র করে ওই এলাকায় মত্ত যুবকদের দাপাদাপি নিত্যদিনের ঘটনা। এই ব্যাপারে বাসিন্দারা বারবার পুলিশের কাছে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন। কিন্তু, তারপরও পরিস্থিতিটা বিন্দুমাত্র বদলায়নি। তারমধ্যেই রবিবার ওই যুবকের খুন হওয়ার মত এতবড় ঘটনাটি ঘটে গেল।

Liquor Youth Murder
Advertisment