Advertisment

Jet Airways passenger: সোশ্যাল মিডিয়ায় 'মজা'ই সাজা, সন্ত্রাসবাদী সন্দেহে আটক যুবক

সোশ্যাল মিডিয়াতে নিজেকে সন্ত্রাসবাদীর দাবি করে ছবি পোস্টের অভিযোগে আটক করা হল এক যুবককে। সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Jet Airways flight passenger

Jet Airways passenger: স্যোশাল মিডিয়ায় নিজেকে সন্ত্রাসবাদী দাবি করে ছবি পোস্টের অভিযোগে গ্রফতার করা হল এক যুবককে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে। ছবি এবং সেই ক্যাপশনের কথা জানাজানি হতেই  তাঁকে বিমান থেকে নামিয়ে কলকাতার সিআইএসএফ ইউনিটের হাতে তুলে দেওয়া হয়।

Advertisment

জানা গিয়েছে বছর ২০-র ওই যুবকের নাম যোগ বেদন পোদ্দার। এ দিন তিনি মুখে কাপড় ঢাকা দিয়ে প্লেনের মধ্যেই একটি ছবি তোলেন এবং স্যোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন "ফ্লাইটে সন্ত্রাসবাদী, আমি মহিলাদের হৃদয় ধ্বংস করি" একজন সহযাত্রীর চোখে পড়ে সন্ত্রাসবাদী লেখা সেই পোস্টটি, এবং তৎক্ষনাৎ ওই ব্যক্তি পোস্টের কথা জানান কলকাতা-মুম্বই উড়ানের কর্মীদের। কাকতালীয়ভাবে মুম্বইতে ২৬/১১ হামলার ১০ বছর পূর্ণ হওয়ার দিনেই এমন পোস্ট স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি করে।

আরও পড়ুন: রাফালে নিয়ে কেন্দ্রীয় তদন্ত দাবি করল ফরাসি এনজিও

ঘটনার কথা ছড়িয়ে পড়া মাত্রই বিমান চালক এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন এবং তৎক্ষনাৎ বিমানকে  টার্মিনালে নামিয়ে আনেন। প্রসঙ্গত, সকাল ৮.৩০ নাগাদ বিমানবন্দর ছাড়ার কথা ছিল 9W472 বিমানটির। তবে এই ঘটনায় প্রায় এক ঘণ্টা পিছিয়ে যায় সেই সময়। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়েছে ওই যুবকে।

ঘটনার বিবরণ দিতে গিয়ে কলকাতা বিমানবন্দরের পুলিশ আধিকারিকরা জানান, "ওই বিমানেরই এক যাত্রী ঘটনা সম্পর্কে জানান বিমান কর্মীকে, তবে ওই অভিযুক্ত তাঁর মোবাইল ফোনটি বিমান সেবিকাকে দেখাতে চাইছিলেন না কোনওমতেই, এরপরই সিআইএসএফ তদন্ত করে জানতে পারে ওই যুবক সত্যিই এমন একটি পোস্ট দিয়েছেন স্যোশাল মিডিয়াতে, সেখানে তিনি নিজের মুখ রুমালে ঢেকে এমন শব্দই ব্যবহার করেছেন। আমরা ইতিমধ্যেই তাঁর পূর্ববর্তী পরিচয় জানার জন্য তদন্ত শুরু করেছি।"

সূত্রের খবর, কলকাতার বেলেঘাটার বাসিন্দা ওই যুবক। তিনি পুলিশকে জানিয়েছেন, বন্ধুদের সঙ্গে 'মজা' করতে গিয়েই এমন পোস্ট শেয়ার করেছেন স্যোশাল মিডিয়ায়। প্রসঙ্গত, তাঁকে আটক করার পরই বিমানবন্দর থানায় আসেন অভিযুক্তের বাবা নির্মল পোদ্দার। এ প্রসঙ্গে তাঁর দাবি, “মজা করতে গিয়েই এমন কাজ করে ফেলেছে ছেলে।"

Advertisment