Advertisment

মঙ্গলাহাটে বড় অমঙ্গল! বিধ্বংসী অগুনে ভস্মীভূত বাজারের বিস্তীর্ণ অংশ

ভোর পেরিয়ে সকাল হয়ে গেলেও এখনও আগুন নেভানোর কাজ চলছে।

author-image
IE Bangla Web Desk
New Update
mangla haat howrah fire , মঙ্গলাহাটে বড় অমঙ্গল! বিধ্বংসী অগুনে ভস্মীভূত বাজারের বিস্তীর্ণ অংশ

ফাইল ছবি

হাওড়ার মঙ্গলাহাটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। গভীর রাতে পুড়ে ছাই হয়ে গিয়েছে হাটের বহু কাপড়ের দোকান। কী ভাবে আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৩টি ইঞ্জিন। ভোর পেরিয়ে সকাল হয়ে গেলেও এখনও আগুন নেভানোর কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা বলে আশঙ্কা। তবে এখনও এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর মেলেনি।

Advertisment

বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় বাসিন্দারা দেখেন হাটের দোকানগুলি দাউ দাউ করে জ্বলছে। অগ্নিকাণ্ডে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হাটের কাছেই হাওড়া থানা। প্রথমে থানায় খবর দেওয়া হয়। থানা থেকে খবর যায় দমকলে। একে একে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ১৩২টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু চলে রাতভর। সকালেও তা জারি রয়েছে। দমকল সূত্রে জানা গিয়েছে, রাত একটা নাগাদ প্রথম আগুনের শিখা চোখে পড়েছিল স্থানীয়দের। হাটের ছোট দোকানগুলিতে প্রচুর পরিমাণে জামাকাপড় মজুত ছিল। দোকানগুলি বাঁশ এবং কাঠের কাঠামো দিয়ে তৈরি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রায় পাঁচ হাজার বর্গফুট এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে।

কী কারণে আগুন লেগেছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ এবং দমকল। দমকলকর্মীরা জানিয়েছেন, ঘটনাস্থলের সামনেই গঙ্গা এবং দমকলের সদর দফতর থাকায় আগুন নেভানোর কাজে জলের কোনও অভাব হচ্ছে না।

Howrah fire
Advertisment