রায় ঘোষণা হওয়া পর্যন্ত বহাল থাকবে মানিক ভট্টাচার্যের রক্ষাকবচ। প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার দীর্ঘ শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে। রায়দান স্থগিত রাখা হয়েছে। তবে টেট মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। এই মামলার আগামী শুনানি ১০ অক্টোবর।
গত বুধবার পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিককে ২ দিনের রক্ষাকবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শুক্রবার সেই মামলার শুনানি ছিল। এদিন ফের সেই রক্ষাকবচের মেয়াদ বাড়ালো সর্বোচ্চ আদালত।
টেট দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, তদন্তের প্রয়োজনে মানিককে গ্রেফতার করতে পারবে সিবিআই। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। এ দিনের শুনানিতে, সিবিআইয়ের আইনজীবী দাবি করেন মানিক ভট্টাচার্যই টেল কেলেঙ্কারির মূল-পাণ্ডা।
আগেই মানিকবাবুকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে অপসারণ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এদিকে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত ওএমআর শিট সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্ট।