প্রায় ১৪ ঘন্টারও বেশি সময় ধরে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে টেট-‘দুর্নীতি’ মামলায় জেরা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেলেঙ্কারির অভিযোগে কলকাতা হাই কোর্টের নির্দেশে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিককে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে সরানো হয়। তবে ম্যারাথন ওই জিজ্ঞাসাবাদ পর্বের পরেও ফের তাঁকে ডেকে পাঠানো হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার আবারও মানিক ভট্টাচার্যকে তলব করা হয়েছে।
আরও পড়ুন- অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পর্বত, উদ্ধারের অঙ্ক বেড়ে ২০ কোটি
গত শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের যাদবপুরের ফ্ল্যাটে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রায় ১৭ ঘণ্টা ধরে চলে তল্লাশি। ইডি সূত্রে খবর, ওই অভিযানে গুরুত্বপূর্ণ বেশকিছু নথি উদ্ধার হয়েছে।
আরও পড়ুন- অর্পিতার ফ্ল্যাটে ফের ‘যকের ধন’, রে-রে করে ঝাঁপালেন শুভেন্দু-দিলীপ
এরপরই এ দিন ইডির দফতর সিজিও কমপ্লেক্সে মানিক ভট্টাচার্যকে তলব করে ইডি। সকাল সাড়ে ১০টার মধ্যে হাজিরার নোটিস পাঠানো হয়েছিল। তবে মানিকবাবু পৌনে ১০টাতেই সেখানে পৌঁছে যান।