Advertisment

মানিকের সুপ্রিম স্বস্তি, নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচের মেয়াদ আরও বাড়ল

তবে তদন্ত চলবে।

author-image
IE Bangla Web Desk
New Update
manik bhattacharya-s protection from arrest extended by supreme court

সুপ্রিম কোর্টে স্বস্তি মানিক ভট্টাচার্যের।

নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের রক্ষাকবচের মেয়াদ বাড়ল। সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী শুক্রবার (৩০ সেপ্টেম্বর ২০২২) পর্যন্ত মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না সিবিআই। তবে তদন্ত চলবে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচারপতির নির্দেশ মোতাবেক মানিকবাবুকে ওএমআর শিট কেলেঙ্কারি মামলায় সিবিআই জেরা করতে পারবে। এখন দেখার, মানিক ভট্টাচার্য এর মধ্যে আদৌ কলকাতা ফেরান কিনা। সূত্রের খবর, দিল্লির বঙ্গভবনে আরও ১০দিন থাকতে চেয়ে আবেদন করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি।

Advertisment

বর্তমানে দিল্লিতে রয়েছেন মানিক ভট্টাচার্য। মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গোপাধ্যায় এফআইআর দায়ের করে ওএমআর শিট সংক্রান্ত মামলায় সিবিআইকে তদন্ত শুরু করার নির্দেশ দেন। তদন্তের স্বার্থে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে ওইদিনই রাত আটটায় জিজ্ঞাসাবাদ করারও নির্দেশ দেন তিনি। তদন্তে অসহযোগিতাকরলে প্রয়োজনে মানিকবাবুকে হেফাজতে নিয়ে সিবিআইকে জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য পদক্ষেপেও অনুমতি দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

কিন্তু, নির্ধারিত সময়ের মধ্যে সিবিআই দফতরে হাজিরা দেননি মানিক। বদলে দু’পাতার চিঠি নিয়ে মঙ্গলবার রাত সওয়া ৮টা নাগাদ সিবিআই দফতে যান তাঁর আইনজীবী। ওই চিঠিতে আগের দিনের মানিক ভট্টাচার্যকে একদিনের সুপ্রিম রক্ষাকবচের উল্লেখ ছিল। জানানো হয়, সুপ্রিম কোর্টে এ দিন মামলার শুনানি থাকায় দিল্লিতে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি। ফলে সিবিআই দফতরে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। সেই মামলাতেই বুধবার মানিক ভট্টাচার্যকে আরও দু'দিন রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট।

Primary Teacher Recruitment supreme court cbi Manik Bhattacharya
Advertisment