নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ১০ অক্টোবর গ্রেফতার করা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে। সেই সময় মানিকের পৈতে, আংটি, মাদুলি সহ গলার চেন নিয়ে নিয়েছিল ইডি। পলাশিপাড়ার তৃণমূল বিধায়কের অভিযোগ, বারবার সেসব ইডি-র কাছে ফেরত চাইলেও দেওয়া হচ্ছে না। মঙ্গলবার শুনানির সময় ভরা এজলাসেই পৈতে, আংটি, মাদুলি সহ গলার চেন ফেরত চাইলেন মানিক ভট্টাচার্য।
কলকাতার বিচারভবনে এ দিন ছিল প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। হাজির ছিলেন মানিক ভট্টাচার্য। এজলাসে মানিক বলেন, 'আমাকে যে দিন গ্রেফতার করা হয়েছিল, ওই দিন রাতে ওঁরা নিয়ে ছিলেন।'
আরও পড়ুন- নিয়োগ মামলা: দুই কোর্টে দু’রকম কথা! পর্ষদকে ৭ দিনে হলফনামা জমার নির্দেশ
এর পরই তাঁকে বিচারক প্রশ্ন করেন,এত দিন পর কেন মানিক ভট্টাচার্যের সেসব জিনিসের কথা মনে পড়ল? জবাবে মানিক বলেন, 'আমি ওঁদের অনেক বার বলেছি। কিন্তু তদন্তকারী অফিসার মিথিলেশ মিশ্র, বিজয় কুমারও এটা জানেন। ওরা গ্রেফতারির দিন ওই জিনিসগুলি নিয়ে আলমারিতে রেখে দিয়েছিলেন। তার পর প্রায় ১০ বার ফেরত চাওয়ার পরেও দেননি।'
এরপর বিচারপতি এই সংক্রান্ত বিষয়ে সঠিক ভাবে আবেদন করতে বলেছেন মানিককে। মানিকের দাবি গ্রেফতারের দিন তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত করা সব জিনিস সিজার লিস্টে দেখানো হয়নি। তাঁকে এই সংক্রান্ত কোনও নথিও দেওয়া হয়নি। তবে বিচারকের নির্দেশ মেনে তিনি নির্দিষ্ট ফোরামে অভিযোগ জানাবেন বলে আদালত চত্বরে জানিয়েছেন মানিক ভট্টাচার্য।