গরু পাচার মামলায় প্রথম জামিন, অনুব্রত নয়! তাহলে কার স্বস্তি?

এদিন অবশ্য আবেদন সত্ত্বেও জামিন পাননি গরু পাচার মামলাতেই ধৃত অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল।

এদিন অবশ্য আবেদন সত্ত্বেও জামিন পাননি গরু পাচার মামলাতেই ধৃত অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল।

author-image
IE Bangla Web Desk
New Update
manish kothari gets bail in delhi high court in cow smuggling case , গরু পাচার মামলায় প্রথম জামিন পেলেন অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারি

উৎসবের মরসুম বন্দি দশাতেই কাটাবেন অনুব্রত।

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মণীশ কোঠারিকে জামিন দিল দিল্লি হাইকোর্ট। গরু পাচার মামলায় এটাই প্রথম জামিন।

Advertisment

গত ১৪ মার্চ গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মণীশ কোঠারি সহ ১২ জনকে দিল্লিতে তলব করেছিল ইডি। সদর দফতরে দিনভর জেরার পর মণীশের জবাবে সন্তুষ্ট হয়নি গোয়েন্দারা। ফলে মণীশকে গ্রেফতার করেন করা হয়। গ্রেফতারির পর শুরুর দিকে যখন তিনি ইডি হেফাজতে ছিলেন, তখন একদিন দিল্লির রাউজ এভিনিউ আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়তেও দেখা গিয়েছিল তাঁকে। বার বার নিজেকে নির্দোষ দাবি করেছিলেন তিনি। বলেছিলেন, ‘আমি কিছু করিনি।’ ইডি হেফাজত শেষে তিহাড় জেলে ঠাঁই হয়েছিল বীরভূমের জেলা তৃণমূল সভাপতির হিসেবরক্ষকের।

আরও পড়ুন- “কে এক ভাইপো আছে তাঁর ৪ তলা বাড়ি”, বিচারপতি গাঙ্গুলির মন্তব্যে জোর চর্চা!

Advertisment

আগে বহুবার জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে গিয়েছিল। শুক্রবার ফের দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন মণীশ কোঠারি। সেই মামলারই শুক্রবার শুনানি ছিল। শুনানি শেষে দিল্লি হাইকোর্টের বিচারপতি মণীশের আবেদন মঞ্জুর করেন।

আরও পড়ুন- প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা, অভিষেকের আবেদনে ঐতিহাসিক রায়দান হাইকোর্টের

এদিন অবশ্য আবেদন সত্ত্বেও জামিন পাননি গরু পাচার মামলাতেই ধৃত অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। মনে করা হচ্ছে, মণীশ কোঠারির জামিন পরে অনুব্রত ও তাঁর মেয়ের জামিনের মামলায় বড় ভূমিকা নিতে পারে।

anubrata mondal Enforcement Directorate Delhi High Court Cow Smuggling