মণীশ শুক্লা হত্যাকাণ্ডের ৮৭ দিনের মাথায় আজ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিআইডি। চার্জশিটে সন্দেহভাজন হিসেবে দুই তৃণমূল নেতা তথা ব্যারাকপুর ও টিটাগড়ের পুর প্রশাসক উত্তম দাস এবং প্রশান্ত চৌধুরীর নাম রয়েছে।
চার্জশিটে মণীশ খুনে অভিযুক্ত হিসাবে সুবোধ রায়, মহম্মদ খুররম, নাসির আলি, সুজিত রায়, রোশন কুমার, পবন রায়, মহম্মদ গুলাব, সোনু রায়, রাজা রায় ও পবন যাদবের নাম উল্লেখ করেছে সিআইডি। এছাড়া সন্দেহভাজন হিসাবে রয়েছে উত্তম দাস, ভোলা প্রসাদ, রাজেন্দ্র যাদব, প্রশান্ত চৌধুরী-সহ ১২ জনের নাম।
চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রমাণ লোপাটের ধারায় মামলা দায়ের করা হয়েছে। চার্জশিট নাম থাকলেও তাঁদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের দুই পুর প্রশাসক উত্তম দাস ও প্রশান্ত চৌধুরী।
গত ৪ অক্টোবর, ভরসন্ধেয় টিটাগড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে খুন হন বিজেপির যুব নেতা তথা ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ মণীশ শুক্লা। প্রথমে পুলিশ তদন্ত করলেও মমতা সরকার পরে এই খুনের তদন্তভার দেন সিআইডিকে। অভিযুক্তদের খুঁজতে একাধিকবার বিহারে যান সিআইডির গোয়েন্দারা কিন্তু ফিরতে হয় খালি হাতেই। এ দিন অবশ্য ওই খুনের ঘটনায় চার্জশিট দিল আদালত।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন