টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল সিআইডি। বুধবার ভোর-রাতে গ্রেফতার করা হয় নাসির খানকে। মণীশকে খুনের জন্য সে এলাকায় রেকি করেছিল বলে দাবি সিআইডির। এছাড়াও ভাড়াটে খুনিদের সঙ্গেও নজিরের যোগ রয়েছে বলে অভিযোগ।
মঙ্গলবার রাতেই মজিরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালান সিআইডির-র তদন্তকারীরা। ভোররাতে গ্রেফতার করা হয় তাকে। সিআইডি সূত্রে খবর, মণীশ শুক্লাকে খুনের আগে এলাকায় রেকি চালিয়েছিল নাসির। মণীশকে লক্ষ করে যারা গুলি চালিয়েছিল একাধিক দুষ্কৃতী। তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে ধৃতের। নাজিরও সে দিন গুলি চালিয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন- বাম রাজনীতি থেকে উত্থান, ক্ষমতার বিস্তার তৃণমূল ও বিজেপিতে
রবিবার মণীশের গতিবিধির উপর নাসির ও তার দলবল পুঙ্খানুপুঙ্খো নজর রেখেছিল ও দুষ্কৃতীদের কাছে তা পৌঁছে দিয়েছিল বলে অভিযোগ।
গত রবিবার মণীশ শুক্লকে গুলি করে খুন করে আততায়ীরা। যা ঘিরে উত্তাপ ছড়ায় রাজ্য-রাজনীতিতে। তদন্তের ভার দেওয়া হয় সিআইডি-কে। ইতিমধ্যেই এই ঘটনায় ব্যবসায়ী মহম্মদ খুররম এবং গুলাব শেখকে গ্রেফতার করেছে সিআইডি। এদের ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর মহকুমা আদালত।
আরও পড়ুন- বিজেপি কার্যালয়ের পাশেই লুকিয়ে ছিল মণীশ শুক্লার খুনি!
মণীশ শুক্লা খুনের ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করল সিআইডি। ধৃতদের জেরা করে বাকিদের সন্ধানে খোঁজ চালাচ্ছে গোয়েন্দারা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন