Advertisment

অনুপম হত্যায় দোষী সাব্যস্ত মনুয়া ও তার প্রেমিক অজিত, কাল সাজা ঘোষণা

অনুপম সিং হত্যা মামলায় দোষী সাব্যস্ত করা হল মনুয়া ও তার প্রেমিক অজিতকে। আগামিকাল বারাসত আদালতে সাজা ঘোষণা করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
manua case, মনুয়াকাণ্ড

অনুপম সিং হত্যা মামলায় দোষী সাব্যস্ত করা হল মনুয়া ও তার প্রেমিক অজিতকে।প্রতীকী ছবি।

প্রায় ২৩ মাসের শুনানির শেষে মনুয়াকাণ্ডে রায় ঘোষণা করল আদালত। অনুপম সিং হত্যা মামলায় দোষী সাব্যস্ত করা হল তাঁর স্ত্রী মনুয়া মজুমদার এবং মনুয়ার প্রেমিক অজিত রায়কে। আগামিকাল, শুক্রবার, বারাসত আদালতে সাজা ঘোষণা করা হবে। উল্লেখ্য, এদিন সকাল থেকেই বারাসত আদালতে ভিড় জমিয়েছিলেন অনেকে। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়ে এলাকায় পোস্টারও দেওয়া হয়। আদালতের রায় প্রসঙ্গে অনুপমের মা বলেন, "সর্বোচ্চ শাস্তি চাই।" অনুপমের বাবাও বলেন, "ওদের মৃত্যুদণ্ড চাই।"

Advertisment

আরও পড়ুন: স্রেফ আমাকেই সিবিআই জেরা কেন, হাইকোর্টে প্রশ্ন তুললেন রাজীব কুমার

কী ঘটেছিল?

২০১৭ সালের ২ মে উত্তর ২৪ পরগণার হৃদয়পুরে ভ্রমণ সংস্থার কর্মী অনুপম সিংহকে খুন করা হয়। পরের দিন নিজের বাড়ি থেকেই দেহ উদ্ধার হয় অনুপমের। প্রথমে খুনের কারণ নিয়ে ধন্দে পড়ে পুলিশ। পরে ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে পান তদন্তকারীরা। অনুপমের স্ত্রী মনুয়াই খুনে জড়িত বলে জানতে পারে পুলিশ। এরপরই মনুয়ার কললিস্ট দেখে আরও চাঞ্চল্যকর তথ্য হাতে পায় পুলিশ - বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই প্রেমিককে দিয়ে স্বামীকে খুন করিয়েছে মনুয়া মজুমদার। ঘটনার ১৩ দিনের মাথায় মনুয়ার প্রেমিক অজিতকে গ্রেফতার করা হয়।

publive-image গ্রেফতারির পর মনুয়া মজুমদার

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের জন্য কী ঘোষণা করতে চলেছেন শিক্ষামন্ত্রী?

এ ঘটনায় রীতিমতো সাড়া পড়ে যায় রাজ্যে। পুলিশি তদন্তে জানা যায়, অজিতের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল মনুয়ার। প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার জন্যই স্বামীকে পৃথিবী থেকে সরানোর ছক কষে সে। প্রেমিকার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল অজিতও। তাই মনুয়ার কথাতেই অনুপমকে সরানোর দায়িত্ব নেয় অজিত। মাথার পিছনে ভারী বস্তু দিয়ে আঘাত করে অনুপমকে খুন করা হয়। যে সময় অজিত খুন করে অনুপমকে, সেসময় অজিতের ফোনের ওপারে ছিল মনুয়া। ফোনে মনুয়া স্বামীর মর্মান্তিক আর্তনাদ শোনে। এই ঘটনার পর কয়েকদিন কান্নাকাটি করে রীতিমতো অভিনয় করে মনুয়া। কিন্তু পুলিশি তদন্তে শেষ পর্যন্ত মনুয়ার অভিনয় ধরা পড়ে যায়।

অনুপম হত্যাকাণ্ডে ৩১ জনের সাক্ষ্যপ্রমাণ নেওয়া হয়েছে। ১৮৬ দিনের মাথায় এ ঘটনায় চার্জশিট পেশ করা হয়। মনুয়া ও তার প্রেমিক অজিতকে কড়া শাস্তির দাবি জানিয়েছেন অনুপমের পরিবারের অন্যান্য সদস্যও।

West Bengal
Advertisment