পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙড়ে দলবদল। ভাঙড়ে বড়সড় ভাঙনের মুখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আইএসএফ ছেড়ে তৃণমূলে নাম যোগ দিলেন শতাধিক কর্মী, সমর্থক। পঞ্চায়েত ভোটের ঠিক মুখে ভাঙড়ে এই দলবদল ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। তৃণমূল বিধায়ক শওকাত মোল্লা, শাসকদলের নেতা আরাবুল ইসলামদের হাত ধরে ভাঙড়ে আইএসএফর-এর ঘর ভাঙা শুরু তৃণমূলের। যদিও গোটা বিষয়টিকে 'নাটক' বলে মন্তব্য করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। এখনও ভোটের দিন ঘোষণা না হলেও তৃণমূল স্তরে সব রাজনৈতিক দলই পঞ্চায়েতের লড়াইয়ের তোড়জোড় তুঙ্গে তুলেছে। জেলায়-জেলায় সভা-মিছিল করে জনমত তৈরির চেষ্টায় এতটুকু ফাঁক রাখতে চাইছে না কোনও দলই। এই আবহেই এবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আইএসএফ শিবিরে বড়সড় ভাঙন ধরাল রাজ্যের শাসকদল তৃণমূল।
আরও পড়ুন- ‘মমতা রেলমন্ত্রী থাকাকালীন চুরি শুরু’, তুলকালাম অভিযোগ দিলীপের
সদ্য তৃণমূলে যোগ দেওয়া অধিকাংশই ভাঙড়ের পাওয়ার গ্রিডের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই দলবদলে ভাঙড়ে একদিকে যেমন তৃণমূলের মুখে হাসি চওড়া হচ্ছে, উল্টোদিকে জোর ধাক্কা লেগেছে আইএসএফ শিবিরেও, এমনই ধারণা রাজনৈতিক মহলের একাংশের। যদিও ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী নিজে অবশ্য বিষয়টিকে তেমনভাবে গুরুত্ব দিতে নারাজ। দলবদলের এই প্রক্রিয়াকে 'নাটক' বলে অভিহিত করেছেন নওশাদ।
আরও পড়ুন- বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত, ভয় ধরাচ্ছে ‘মোকা’, ল্যান্ডফল কি বাংলাতেই? রইল লেটেস্ট আপডেট
উল্টোদিকে, পঞ্চায়েত নির্বাচনের মুখে ভাঙড়ে আইএসএফ শিবিরে ভাঙন ধরিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত তৃণমূল। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা তৃণমূল নেতা শওকাত মোল্লা আইএসএফ-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন। দুর্নীতি বরদাস্ত করতে না পেরেই আইএসএফ ছেড়ে শতাধিক কর্মী, সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন শওকাত।