নতুন সপ্তাহের শুরুতেও শিয়ালদহ ডিভিশনে যাত্রী হয়রানির শেষ নেই। নৈহাটি এবং হালিশহরের মধ্যে নন-ইন্টারলকিংয়ের কাজ চলার জেরে গত কয়েকদিনের মতো আজ সপ্তাহের প্রথম দিন ছাড়া আগামিকালও একগুচ্ছ ট্রেন বাতিল থাকছে শিয়ালদহ ডিভিশনে। যার জেরে সপ্তাহের প্রথম দিনে যাত্রী হয়রানির আশঙ্কা প্রবল।
শিয়ালদহ ডিভিশনের নৈহাটি এবং হালিশহরের মধ্যে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য দিন কয়েক ধরেই বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এরই পাশাপাশি নির্ধারিত সময়ের চেয়ে বহু পরে ছেড়েছে ট্রেন। যার জেরে গত কয়েকদিন ধরেই এই শাখার যাত্রীরা চরম হয়রানির মুখে পড়েছেন।
আরও পড়ুন- বড় চমক! তেলেঙ্গানায় ‘নিরমা’র বিজ্ঞাপনের মুখ শুভেন্দু অধিকারী, হোর্ডিংয়ে ছয়লাপ নিজামের শহর
রেলের তরফে জানানো হয়েছে, সপ্তাহের প্রথম দিন ছাড়া আগামিকাল অর্থাৎ মঙ্গলবারও শিয়ালদহ ডিভিশনে একশোর কাছাকাছি ট্রেন বাতিল থাকবে। লোকাল ট্রেনের পাশাপাশি এই রুটে যাতায়াতকারী বহু দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি ট্রেনের রুট ঘুরিয়েও দেওয়া হয়েছে। শিয়ালদহ ডিভিশনের পাশাপাশি রেল ট্র্যাক মেরামতির কাজের জেরে হাওড়া ডিভিশনেও বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।
এদিকে, আগামিকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরপর কয়েকদিন ট্রেন বাতিলের জেরে পরীক্ষার্থীরা আশঙ্কায় রয়েছেন। এরপর মঙ্গলবারও ট্রেন বাতিলের কথা বলা হচ্ছে। স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবকদেরও উদ্বেগ বাড়ছে। রবিবার শিয়ালদহ ডিভিশনে আপ-ডাউন মিলিয়ে ৫০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছিল।