scorecardresearch

আজ রাত থেকে রবিবার সকাল পর্যন্ত শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, জানুন তালিকা

শিয়ালদহের বিভিন্ন রুটে লোকাল ট্রেন বাতিল

many local trains cancelled in sealdah division from tonight to next day sunday morning, আজ রাত থেকে রবিবার সকাল পর্যন্ত শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, জানুন কোনগুলো
লোকাল ট্রেন। প্রতীকী ছবি।

ফের ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি রেল কর্তৃপক্ষের। শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত সকাল পর্যন্ত শিয়ালদহ ডিভিশনের একাধিক ট্রেন বাতিল থাকবে।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী আজ, শনিবার অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি রাত ১১ টা থেকে রবিবার, ১৯ ফেফ্রুয়ারি সকাল ৯ টা পর্যন্ত শিয়ালদহ ডিভিশনের একাধিক রুটে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

রেল ট্র্যাকে সংস্তারের কাজের জন্যই লোকাল একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করতে হচ্ছে বলে রেলের তরফে জানানো হয়েছে। রেল জানিয়েছে, শিয়ালদহ স্টেশন সংলগ্ন লাইনে কাজ হবে। যাত্রী নিরাপত্তার স্বার্থেই এই মেরামতির কাজ অত্যন্ত প্রয়োজনীয়। লাইনে এই কাজ শেষ সম্পূর্ণ হলে বাধাহীনভাবে আরও দ্রুত ট্রেন চলাচল করতে পারবে।

লোকাল ট্রেন বাতিল হওয়ার জেরে স্বাভাবিকভাবেই সপ্তাহ শেষে দুর্ভোগ পোয়াতে হবে যাত্রীদের। তবে শনি ও রবিবার রাতে সংস্কার কাজ হওয়ায় সমস্যা তেমন হবে না বলে মনে করা হচ্ছে।

একনজরে বাতিলের তালিকায় কোন কোন ট্রেন-

  • হাবরা – শিয়ালদহ : আপ ৩৩৬৫১ ও ডাউন ৩৩৮১৬
  • ডানকুনি – শিয়ালদহ : আপ ৩২২১১ ও ডাউন ৩২২১২
  • রানাঘাট – শিয়ালদহ : আপ ৩১৬১৭ ও ডাউন ৩১৬১৪
  • কল্যাণী সীমান্ত – শিয়ালদহ : আপ ৩১৩১১ ও ডাউন ৩১৩১৪
  • ব্যারাকপুর – শিয়ালদহ : আপ ৩১২১৩ ও ডাউন ৩১২১৪
  • শান্তিপুর – শিয়ালদহ : আপ ৩১৫১৩ ও ডাউন ৩১৫১৪

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Many local trains cancelled in sealdah division from tonight to next day sunday morning